Dilip Ghosh:রাম নবমীতে পুলিশ বাধা দিলে থানা ঘেরাও হবে!এক কোটি মানুষের সমাগম হবে এই র‍্যালিতে,গদা ঘুরিয়ে মন্তব্য দিলিপের

Share

নিজস্ব প্রতিনিধি,খড়্গপুর:

“আমাদের এ রাজ্যে লড়তে হচ্ছে পুলিশ এবং গুন্ডাদের বিরুদ্ধে যে আমাদের সামনে আসবে সেই চলে যাবে”ঠিক এভাবেই গদা ঘুরিয়ে মন্তব্য দিলীপ ঘোষ।মূলত রামনবমীর আগে আখড়ার প্রস্তুতি এসে শক্তি প্রদর্শন নিয়ে মন্তব্য করলেন বিজেপি সর্বভারতীয় নেতা পাশাপাশি তিনি বললেন এক কোটি মানুষের উপর মানুষের জনসমাগম করবে র‍্যালিতে সেই সঙ্গে পুলিশ যেখানে আটকাবে সেই থানা ঘেরাও করবে হিন্দু ভাইরা।

এবার রামনবমীতে ১ কোটির উপর মানুষ জনসমাগম হবে বলে আগাম বার্তা দিলেন বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ পাশাপাশি তিনি এও বললেন যেখানে রামনবমীর মিছিল আটকাবে পুলিশ সেই থানায় গিয়ে বিক্ষোভ দেখাবে সেখানকার হিন্দু মানুষ জন।মূলত বৃহস্পতিবার বিকেলে খড়গপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ড ধোবিখাট এলাকায় রাম নবমীর আখড়ার প্রস্তুতি মহড়াতে উপস্থিত হন দিলীপ ঘোষ।এইদিন ভগবান শ্রীরাম চন্দ্র, বজরংবলী কে পূজো দেওয়ার পাশাপাশি আখড়া গুরুদের নিজের হাতে সম্মান জানান দিলীপ ঘোষ।এরপরে বিভিন্ন আখড়া দল নিজেদের আখড়া প্রদর্শন করে, এই আখড়াতে পুরুষ মহিলা উভয়েই আখড়া মহড়া প্রদর্শন করেন এদিন।

পাশাপাশি নিজেও এদিন গদাও লাঠি হাতে এদিন এক প্রস্থ মহড়া দেখালেন এই বিজেপির সর্বভারতীয় নেতা।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান,”এ রাজ্যে হিন্দুরা নিরাপদে নয় এখানে রামনবমীর মিছিল করতো বাধা দেওয়া হয়। তাই এবারে আমরা ঠিক করেছি আমাদের হিন্দুদের দায়িত্ব আমরা নিজেরাই তুলে নেব। যেখানে যেখানে পুলিশ বাধা দেবে আটকাবে সেই থানায়। ঘেরাও করে বিক্ষোভ দেখাবে আমাদের লোকজন। তিনি এও বলেন এবারে আমাদের এক কোটির বেশি হিন্দু জমায়েত হবে এবং শক্তি প্রদর্শন করবে এই রামনবমীর র‍্যালিতে।

বর্তমান সরকারকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন এখানকার সরকার চলছে পুলিশ এবং গুন্ডাদের জোরে।আমরা প্রয়োজনে পুলিশের সঙ্গে এবং গুন্ডাদের উভয়ের সঙ্গে লড়বো।যদিও অর্জুন সিং এর বাড়িতে পুলিশে যাওয়া নিয়ে তিনি মন্তব্য করে করেন যে অর্জুন সিং যেদিন থেকে বিজেপিতে যোগদান করেছে সেদিন থেকে পুলিশ তাকে টার্গেট করছে। তাকে যে কোন ভাবে শেষ করার চক্রান্ত চলছে।পাশাপাশি তিনি এও বলেন যারা এই হিন্দু ধর্মের বিরুদ্ধে আসবে তারাও যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য,কয়েকদিন আগে দিলীপ ঘোষ কে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল খড়গপুর এলাকায়।একটি রাস্তা উদ্বোধনে এলে তাকে ঘিরে মন্তব্য করে তৃণমূলের বেশ কিছু মহিলা। যা নিয়ে দিলীপ ঘোষ ও কটুক্তি করতে ছাড়েননি।আর যার ফলেই রাজনীতিতে ছড়িয়েছিল চাঞ্চল্য।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in