
নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:
:যেন থামতেই চাইছে দিলীপ ঘোষ।এবার সরাসরি বললেন প্রয়োজন হলে আমি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু আমার মেজাজ ছাড়বো না। ঠিক এরকমই মন্তব্য করলেন খড়গপুরে এই বিজেপির প্রাক্তন সাংসদ। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বললেন যারা এই ধরনের অসভ্যতামি করবে তাদের ঘর থেকে টেনে এনে রাস্তায় মারবো,কোন রাজনীতির বাছ-বিচার করবো না।

এবার যেন থামছে না দিলীপ ঘোষ,ফের লাগাম ছাড়া মন্তব্য।এবারে রাস্তায় টেনে মারধর করার ইঙ্গিত দিলেন এই বিজেপির সর্বভারতীয় নেতা।প্রসঙ্গত গতকাল খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ড একটি রাস্তা উদ্বোধনে গিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়েছিলেন দিলীপ ঘোষ এবং বলেছিলেন কুত্তার দল, গলা টিপে দেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি।সেই পরিপেক্ষিতে এবার আরো সুর চড়ালেন এই বিজেপি নেতা।ঘটনার পরের দিন মর্নিং ওয়ার্কে এলে তাকে এই বিষয়ে মেজাজ হারানো প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন,”আমার মেজাজ ঠিকই ছিল।আমি ভুল কিছু বলিনি।তিনি এও বলেন এই ধরনের বেয়াদবির যেকোনো পার্টির কেউ করলে তাকে বাড়ি থেকে টেনে এনে রাস্তায় পিটবো।”তিনি রাজনীতিবিদদের পরামর্শ দিয়ে এও বলেন,”দিলীপ ঘোষ কারো বাপের খায় না,কারো সাত পাঁচে পড়ে না।

সেখানে ভদ্রভাবে রাজনীতি করতে এলে তাকে স্বাগত।তবে কেউ ছাবলামি করলে তাকে কিভাবে সিধে করতে হয় তাও আমার জানা আছে।”তিনি সাংসদদের পরিচিতি নিয়ে বলেন দিলীপ ঘোষ প্রত্যেকটা পাড়ায় পাড়ায়,বাড়ি বাড়ি ঘুরে এই খড়্গপুর কারো জমিদারি না।তিনি তৃণমূল নেতাদের কটাক্ষ করতে গিয়ে বলেন,”যে লোকটা কোনদিন চেয়ারম্যান থাকা অবস্থায় কিছু করেনি,এমএলএ থাকা অবস্থায় কিছু করেনি,এমনকি কাউন্সিলার থাকাকালীন কোন কাজ করেনি তিনি এসে বলছেন আমি রাস্তা বানিয়েছি।যে বোর্ডে লিখা আছে মাননীয় সাংসদ কর্তৃক তৈরি করা হয়েছে।তিনি হুঁশিয়ারি দিয়েও বলেন দম থাকলে ড্রেনটা করে দেখান,আমি তো রাস্তা করে দিয়েছি।”

মেজাজ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে,দিলীপ ঘোষ কারো খাই না,কারো পরে না। কারো আমি নেব না,কারোকে আমি দেবো না।এই ঘটনায় দলগত ব্যবস্থা নিয়ে প্রশ্ন করালে তিনি বলেন পার্টি কে কিছু করতে হবে না। তৃণমূল যদি মনে করে এই ধরনের অসভ্যতামি করবে তাহলে আগামী কাল থেকেই দিলীপ ঘোষ তার ব্যবস্থা নেবে।প্রয়োজনে ঘরে ঢুকে টেনে রাস্তায় বের করে মারবে।তবে শেষে তিনি কু কথা নিয়ে মন্তব্য করলেও বলেন দিলীপ ঘোষ প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু মেজাজ ছাড়বেন না।


প্রসঙ্গত উল্লেখ্য,গতকাল সাংসদ কোটা থেকে একটি রাস্তা উদ্বোধনের জন্য পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডে এসেছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।কিন্তু রাস্তা উদ্বোধনের পরেই এলাকার কে বেশ কিছু মহিলা পুরুষ তাকে ঘিরে ধরেন এবং এতদিন কোথায় ছিলেন এই প্রশ্ন করতে থাকেন তাকে।এই ঘটনায় পরিস্থিতি ঘুরলে শেষ পর্যন্ত দিলীপ ঘোষ মেজাজ হারিয়ে ফেলেন এবং বলেন কুত্তার দল। তোরা তোর বাপকে বলবি এবং বলেন গলা টিপে দেব। যা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছিল সংশ্লিষ্ট এলাকায়।যদিও এই ঘটনার প্রেক্ষিতে খড়গপুরে রীতিমতো তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল সংঘটিত হয়,যাতে স্লোগান তোলা হয় প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে।