Dilip Ghosh comments: কুত্তার দল,গলা টিপে দেবো!রাস্তা উদ্বোধনী এসে বিক্ষোভে পড়ে মেজাজ হারালেন দিলীপ

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:

রাস্তা উদ্বোধনী এসে রীতিমতো মেজাজ হারালেন বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।তৃণমূল কর্মীদের দিকে তিনি আশালীন ভাষায় মন্তব্য করেন।বলেন কুত্তার দল,গলা টিপে দেবো,তোদের বাপকে বলবি। ওই মহিলাদের ক্ষোভের পাশাপাশি কটাক্ষ তৃণমূলের।

এবার দিলীপ!খড়্গপুরে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। এতদিন পর কেন এসেছেন প্রশ্ন করতেই পাল্টা দিলীপ বললেন গলা টিপে দেবো,কুত্তার দল তোর বাপ কে বলবি।প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের এক সময়ের সাংসদ ছিলেন বিজেপির এই সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।তিনি এমপি থাকাকালীন এক ও একাধিক কাজ করেছেন,যে কাজগুলো এখন কমপ্লিট হচ্ছে।এই দিনও তিনি তার প্রাক্তন সাংসদের কোটা থেকে খরচা হওয়ার টাকায় একটি রাস্তা উদ্বোধনের কথা ছিল খড়্গপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে।এইদিন তিনি যখন সেই রাস্তা উদ্বোধন করতে আসেন তখন বেশ কিছু মহিলা পুরুষ তাকে ঘিরে ধরেন।তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভ দেখাতে থাকেন।এই সময় তাদের এই ক্ষোভের মুখে মেজাজ হারিয়ে ফেলেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

তিনি ক্ষোভের মুখে পড়ে বলেন টাকা দিয়েছি রীতিমতো এই রাস্তা তৈরি করতে।তোরা কুত্তার দল,কুত্তা ভুকে যাবে।বেশি কথা বললে গলা টিপে দেবো।এরই পাশাপাশি তিনি ক্ষোভের সুরে বলেন তোদের বাপকে বলবি।যা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। এরপর-ই ওই তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের এক প্রস্থ ঝামেলা শুরু হয়ে যায়।পরস্পর পরস্পরকে স্লোগান দিতে থাকে।

এ নিয়ে ক্ষুব্ধ মহিলা বৈশাখী সাহা ও প্রীতি করন বলেন আজকে ওয়ার্ডের রাস্তা উদ্বোধন হচ্ছিল আমরা এসেছিলাম দেখতে।উনি যখন উদ্বোধন করছেন তখন আমরা প্রশ্ন করেছি যে এতদিন কোথায় ছিলেন,এটা বলা আমাদের অপরাধ নয় তো!উনি আমাদের দাদুর,বাপের বয়সী অথচ যেভাবে অশালীন ভাষায় কথা বললেন তাতে মনে হয় না উনি কোন সম্মানীয় সাংসদ! আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং উনাকে আমাদের সামনে এসে কথা বলার আবেদন জানাচ্ছি।

যদিও এ নিয়ে ক্ষুব্ধ তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন বিজেপির কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় না।একদিকে শুভেন্দু,অন্যদিকে দিলীপ,এরা কামিনী-কাঞ্চনেই মত্ত।একজন মহিলাকে যেভাবে অশালীন ভাষায় উনি গাল দিয়েছেন তার নিন্দার কোন ভাষা নেই।এটাই বিজেপির আসল চরিত্র,আসল রূপ।এদের বাংলায় কোনোদিন ঠাঁই হবে না।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in