Khargapur Container Fire:খড়গপুর জাতীয় সড়কে চলন্ত কন্টেনারে ভয়াবহ আগুন!ঘটনাস্থলে পুড়ে ছাই 8 টি প্রাইভেট কার

Share

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর:

বাম্পারে ধাক্কা লাগা মাত্র দাউ দাউ করে জ্বলে উঠল কনটেইনার।ক্ষনিকের মধ্যে পুড়ে ছাই আটটি চারচাকা গাড়ি।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ জানানোর চেষ্টা।অন্যদিকে পুলিশ এসে ঘটনা খতিয়ে দেখছে।

একদিকে ভয়াবহ তীব্র দাবদাহ অন্যদিকে আগুন পিছু ছাড়ছে না রেল শহর খড়্গপুর এলাকায়।এবার কন্টেনার পুড়ে বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হল ৮ টি চার চাকা যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। ঘটনা ক্রমে জানা যায় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ২ নম্বর ব্লকের কৃষ্ণনগরে ১৬ নম্বর জাতীয় সড়কে সোমবার ভোর ৫টা নাগাদ একটি প্রাইভেট কার বোঝাই কন্টেনারে ভয়াবহ আগুন লাগে। সূত্র অনুযায়ী চেন্নাই থেকে কলকাতা গামী এই কন্টেনারটি একটি বাম্পারে ধাক্কা মারার পরই ইঞ্জিনে আগুন ধরে যায়।মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িগুলি। হঠাৎই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ায় এই কন্টেনারে থাকা চালক ও খালাসি কোনমতে লাফিয়ে প্রাণে বাঁচলেও নামকরা দুই সংস্থার ৮টি নতুন প্রাইভেট কারে আগুন ছড়িয়ে পড়ে। এরপর এই খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তার আগেই এই আটটি প্রাইভেট কার পুড়ে ছারখার হয়ে যায়।যদিও এই ঘটনার জেরে জাতীয় সড়কের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। যদিও এই বিধ্বংসী ঘটনাকে ক্যামেরাবন্দি করতে অনেকেই উৎসুক জনতা হাজির হয় এই ঘটনা স্থলে।

গাড়ির চালক পাপ্পু কুমার রাম বলেন আমরা বিহার থেকে আটটি গাড়ি লোড করে আসছিলাম এই মেদিনীপুরে।হঠাৎ কোনো কারণে আগুন ধরে যায়।আমরা মনে করছি শর্ট-সার্কিটের জন্যই এই ঘটনা ঘটেছে।এরপর আগুন গোটা ছড়িয়ে পড়ে।যদিও ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ ও দমকলের গাড়ি এবং কর্মীরা,তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।তবে তার আগেই পুড়ে ছারখার হয়ে যায় এই গাড়িটা থাকা আটটি চার চাকা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in