Kidney Care:কলকাতার পর জেলা শহরে প্রথম কিডনি কেয়ার সেন্টার!স্বাস্থ্য সাথী কার্ড দ্বারা 30 টি বেড যুক্ত পথ চলা শুরু হলো মহারাজ ইনস্টিটিউট অফ নেফ্রো ইউরোলজি নার্সিংহোমের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুর শহরের বিধান নগর এলাকায় দারোদঘাটন হলো শুধু পশ্চিম মেদিনীপুর জেলায় নয় রাজধানী শহর কলকাতার বাইরে এই প্রথম পুরোপুরি কিডনি সংক্রান্ত সুপার স্পেশালিটি সেন্টার ও নার্সিং “হোম মহারাজ ইনস্টিটিউট অফ নেফ্রো ইউরোলজি”।২৪ ঘন্টায় থাকছে কলকাতার বিশিষ্ট স্বনামধন্য ডাক্তার বাবুরা।

এবার মেদিনীপুরে পথ চলা শুরু হল কিডনির সমস্যা সমাধানে বিধান নগর কিডনি কেয়ার সেন্টারে “মহারাজ ইনস্টিটিউট অফ নেফ্রো ইউরোলজির”।প্রায় ৩০ টি বেড নিয়ে এই নার্সিংহোমের পথচলা শুরু।এখানে থাকছেন স্বনামধন্য কিডনি স্পেশালিস্ট চিকিৎসকেরা।২৪ ঘন্টায় থাকছে রোগীদের জন্য চিকিৎসার সুব্যবস্থা।পাশাপাশি দুস্থ গরিব মানুষদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড এর চিকিৎসা করানোর ব্যবস্থা রয়েছে এই নার্সিংহোমে।বলা যেতে পারে মহানগরী কলকাতার পর এই জেলা শহরে এই ধরনের সেন্টার একদম অভিনব এবং নতুনত্ব।উল্লেখ্য,প্রথম এবং দ্বিতীয় তলা বিশিষ্ট এই সেন্টারে যদিও গত আগস্ট মাস থেকে চালু হয়েছে।তবে সকল সরঞ্জাম আধুনিক যন্ত্র পাতি নিয়ে এক প্রকার পথচলা শুরু হলো এই দিন। এর ফলে সুবিধে হবে গ্রাম বাংলা সাধারণ মানুষদের।

তাদের কিডনির সমস্যার জন্য আর দৌড়াতে হবে না ব্যাঙ্গালোর,মুম্বাই দিল্লি সহ ভিন্ন রাজ্যে মূলত এদিন এক আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন নার্সিংহোমের কর্ণধার মহারাজ মন্ডলের বাবা যতীন মন্ডল।এইদিন রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।প্রত্যহ ডায়ালাইসিস ও রেডিওলজি বিভাগ চালু থাকবে এই সেন্টারে। পাশাপাশি কলকাতার বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য নেফরোলজিস্ট ডাক্তার বাবুরা সপ্তাহের বিভিন্ন দিন এখানে উপস্থিত থাকবেন চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য।এরই সঙ্গে উন্নত অপারেশন থিয়েটার উন্নত ইনসেনটিভ কেয়ার ইউনিট বা আই সি ইউ সুব্যবস্থা আছে সঙ্গে উন্নত নিজস্ব প্যাথলজি থাকছে এই সেন্টারে।

এই বিষয়ে নার্সিংহোম কর্ণধার ডক্টর মহারাজ মন্ডল বলেন,”এর আগে সাধারণত কিডনির সমস্যার জন্য মানুষকে দৌড়াতে হতো জেলার বাইরে কলকাতা বা মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর।তাতেও অনেক কষ্ট এবং অনেক অর্থ ব্যয় হতো তাদের।সেই ভাবনায় চিন্তা থেকেই জেলার মানুষকে সুবিধার দেওয়ার জন্য এই ধরনের নার্সিংহোমের উদ্বোধন।আমরা স্বাস্থ্যসাথী কার্ডেও সুবিধে রেখেছি সাধারণ মানুষের জন্য।আমাদের এখানে ২৪ ঘন্টায় বিশিষ্ট চিকিৎসকেরা থাকবেন রোগীদের দেখভালের জন্য।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in