
চন্দ্রকোনা (2) 6 ই জানুয়ারি:
বছরের শুরুতেই নিবার্চনের উত্তাপ, নিবার্চনের দিনক্ষণ ঘোষনা না হলেও প্রার্থীর নাম ফাঁকা রেখে চলছে দেওয়াল লিখন, দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে ব্যঙ্গচিত্র।মোদি-অমিত শাহের ব্যাঙ্গচিত্র এঁকে ছড়া কেটে তৃণমূলের দেওয়াল লিখনে হাতিয়ার এস আই আর।

Bjp কে পেছনে ফেলে এবার ভোট প্রচারে নেমে গেল শাসকদল তৃণমূল।মূলত সামনেই বিধানসভা নির্বাচন, নিবার্চনের দিনক্ষণ ঘোষনা না হলেও জোর কদমে প্রচার কাজে নেমে পড়েছে তৃনমূল।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর প্রাইমারী বুথ তৃণমুল কংগ্রেসের উদ্যোগে চলছে দেওয়াল লিখন।দেওয়ালের কোথাও লিখা রয়েছে “পদ নয় পতাকা, সব কেন্দ্রেই মমতা”,মমতা বন্দ্যোপাধ্যায় কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।আবার কোথায় দেওয়ালে প্রার্থীর নাম ফাঁকা রেখে চলছে দেওয়াল লিখন। কোথাও কোথাও ছড়া,ব্যঙ্গ চিত্র এই সবেই ভরে উঠেছে দেওয়াল। বর্তমানে SIR নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ। SIR কে হাতিয়ার করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যঙ্গ চিত্র তুলে ধরে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে কটাক্ষ করে SIR এর বিরুদ্ধে চলছে জোর কদমে প্রচার।

উন্নয়নের পাঁচালি তুলে ধরে সরকারি বিভিন্ন সামাজিক প্রকল্পকেও তুলে ধরা করা হচ্ছে প্রচার।গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা এলাকার তৃনমূল নেতা মনাজুর মোল্লা বলেন,নিবার্চনের দিনক্ষণ ঘোষনা না হলেও প্রচার কাজ এগিয়ে রাখছি,পার্থী যেই হোক জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কে বিপুল ভোটে জয়ী করতে হবে।একাধিক সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে।ভোটের আগে SIR কে হাতিয়ার করে বিজেপি ভোট বৈতরণি পার হতে চাইছে।এই SIR বর্তমানে সাধারণ ভোটারের কাছে হয়রানি ও আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে তাকে তুলে ধরেও প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে তৃণমুল নেতা মনাজুর মোল্লা বলেন,”আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে দেওয়াল লিখন শুরু করেছি।আমরা এস আই আর নিয়ে দেয়াল লিখেছি কারণ আমরা মনে করি বিজেপি SIR নাম করে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে তাতে বাংলার মানুষের ওপর কোন প্রভাব পড়বে না। আমাদের নেতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রচারে বেরিয়েছেন গত ২ তারিখ থেকে। এবারেও ক্ষমতায় থাকবে আমাদের দিদিমণি।”

অন্যদিকে বিজেপি নেতা সুকান্ত দোলই এর বক্তব্য,”এ দেওয়াল লিখন শুধুমাত্র মহেশপুরে হয়েছে,ওখানে কোন বিজেপির লোক নেই।ওই দেওয়াল শুধুমাত্র মহেশপুরের লোকই পড়ে।আর SIR নিয়ে দেওয়াল ওরা লিখছে কারণ ওরা SIR নিয়ে ভিত হয়ে পড়েছে,সাধারণ মানুষ হয়ে পড়েনি।ওদের ভোটব্যাঙ্ক পুরোপুরি চলে যাবে এই ভয়েই ওরা আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে এ দেওয়াল লিখেছে।