JSW Power Plant: JSW এর 1600 মেগা ওয়াট পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!15 হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি

Share

নিজস্ব প্রতিনিধি,শালবনী:

JSW চেয়ারম্যান সজ্জন জিন্দাল এবং সেই সঙ্গে সৌরভ গাঙ্গুলীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো শালবনীতে ১৬০০ মেগা ওয়াট পাওয়ার প্ল্যান্টে। মুখ্যমন্ত্রী বললেন ১৫০০০ কর্মসংস্থান হবে এই প্ল্যান্টে।

নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এইদিন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল শালবনীতে JSW এর মেগা পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করতে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দুপুর দেড় টা নাগাদ চপারে করে উড়ে আসেন কলকাতা থেকে শালবনিতে।এরপর জেলার বিধায়ক সাংসদ প্রশাসন এবং JSW চেয়ারম্যানদের নিয়ে উপস্থিত হন মঞ্চে।সেখানে তাকে সম্বর্ধনা জানান JSW গ্রুপের চেয়ার পার্সন সংহিতা জিন্দাল। ডিজিটাল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই প্ল্যান্টের উদ্বোধন করা হয়।এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন একটা সময় বাম আমলে প্রচুর পরিমাণে বিদ্যুৎ ঘাটতি হতো,সবাই লোডশেডিং সরকার বলে অভিহিত করতেন।সেই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠে আমরা উদ্বৃত্ত বিদ্যুৎ তৈরি করেছি।

সেই সঙ্গে এই নতুন ৮০০+৮০০ মেগা ওয়াটের মেগা প্ল্যান্টে বিদ্যুৎ সাশ্রয় হবে জেলা সহ গোটা রাজ্যে। এই প্ল্যান্ট উদ্বোধন এবং প্ল্যান্ট এর জন্য কর্মসংস্থান হবে জেলায় প্রায় ১৫ হাজারের মতো।যারা অতি সচ্ছল পরিবার চালাতে পারবে এখানে কাজ করে। এছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার বিদ্যুৎ যোগান নিয়েও মন্তব্য করেন।

প্রসঙ্গত,এইদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দাল,ছিলেন ফাউন্ডেশন চেয়ার পার্সন সংহিতা জিন্দাল, পার্থ জিন্দাল ,ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি,মন্ত্রী অরূপ বিশ্বাস,সাংসদ অভিনেতা দীপক অধিকারী,জুন মালিয়া,মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া,শ্রীকান্ত মাহাত,বীরবাহা হাঁসদা,ছিলেন বিধায়ক সুজয় হাজরা,দিনেন রায়,জেলা শাসক খুরশিদ আলী কাদরী,পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ বিশিষ্ট জনেরা।




Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in