Water Crisis:দশ দিন ধরে নেই পানীয় জল, মেদিনীপুর পৌরসভা ঘিরে বিক্ষোভ দেখালেন কাউন্সিলর

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ওয়ার্ডে পানীয় জল গত ১০ দিন ধরে নেই তাই এবার খোদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় নামলেন ওয়ার্ড কাউন্সিলর।যা নিয়ে উত্তেজনা মেদিনীপুর পৌরসভায়।এই ঘটনার কথা বলতে গিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন কাউন্সিলর বনাম চেয়ারম্যান।

এবার জলের দাবিতে পৌরসভায় বিক্ষোভ খোদ কাউন্সিলরের।ঘটনাটি মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ টানা ১০ দিন ধরে তারা পাচ্ছেন না বিশুদ্ধ পানীয় জল।এলাকার কলগুলো দিয়ে পানীয় জলের পরিবর্তে নোংরা জল বেরোচ্ছে।যা পান করে ইতিমধ্যেই পেটের রোগ শুরু হয়েছে এলাকার বেশ কিছু বাসিন্দাদের।স্থানীয় কাউন্সিলার মৌ রায় কে অভিযোগ জানিয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মৌ রায় বিষয়টি চেয়ারম্যান সৌমেন খানের নজরে আনেন।চেয়ারম্যান মঙ্গলবার দিন এই নিয়ে একটি মিটিং ডেকেছিলেন বেলা এগারোটা নাগাদ।স্থানীয় বাসিন্দা এবং কাউন্সিলর ১১ টার সময় পৌরসভা এলেও তিন ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পরেও পৌরসভায় টিকি মেলেনি চেয়ারম্যানের।দপ্তরে পাত্তা নেই CIC মিতালী বন্দ্যোপাধ্যায়ের।

কার্যতই ক্ষিপ্ত হয়ে এদিন পৌরসভার জল দপ্তরে ক্ষোভ দেখান মৌ রায় সহ ৫ নং ওয়ার্ডের বেশ কিছু বাসিদারা।জল দপ্তরের গেটে তালা লাগাতে যান কাউন্সিলর।পৌরসভার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন কাউন্সিলর মৌ রায়।ওয়ার্ড কাউন্সিলর বলেন এই নিয়ে জেলাশাসক থেকে শুরু করে মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও জানাবেন তিনি। যদিও পরবর্তীকালে চেয়ারম্যান এলে তার সঙ্গে তিনি বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন।পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলেন

উল্লেখ্য,মাসখানেক আগেই মেদিনীপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে পানীয় জলের দূষণের জেরে জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন ৩০ জন এর বেশি বাসিন্দা। এরপরও হুঁশ ফেরেনি মেদিনীপুর পুরসভার।গ্রীষ্মের দাবদাহে একদিকে যেখানে পানীয় জলের চাহিদা সেখানে মেদিনীপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা ১০ দিন ধরে মিলছে না পানীয় জল।পুরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছিল জলের চাহিদা পূরণে যাতে করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বেড়ে না যায়।




Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in