Mango Utsav: ইলিশ, পিঠে পুলির পর দুদিনের আম উৎসবে জেলার মিয়োজাকি আম বিক্রি হলো এক পিস 5 হাজারে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

দুদিনের আম উৎসবে লাভের মুখ দেখলো জেলা প্রশাসন।প্রায় ১৮ প্রজাতির দু টন আম বিক্রি করল দুদিন উৎসবে।তবে সবচেয়ে বেশি নজর কাড়লো মিয়াজাকি আম।মিয়োজাকি ব্ল্যাক স্টোন আম এক পিস বিক্রি হলো পাঁচ হাজার টাকায়।

এক সময় জেলায় পিঠে পুলির উৎসব হতো।এরই পাশাপাশি ইলিশের মরশুমে ইলিশ উৎসব।এবার নতুন দিশা দেখাতে আম উৎসবের আয়োজন জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর এবং জেলা প্রশাসন। দু’দিনব্যাপী আম উৎসবে প্রায় ১৮ প্রজাতির আম প্রদর্শন হলো এই স্টল গুলিতে। জেলা সহ বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করল আম ব্যাপারীরা।এই স্টলে ছিল দেশী আম ল্যাংড়া,বেগুন ফুলির মতো স্টলে বসেছিল থাইল্যান্ডের ব্যানানা,R2F2,TOMY Atkin, Golden Queen, King Of Chakapat, Namdocmai Simuang,Kensington Pride,Three Test,Catimon সহ প্রায় ১৮ প্রজাতির দেশ-বিদেশের আমের সম্ভার।তবে সবচেয়ে নজর কাড়া ছিল মিয়োজাকি আমের।এক এক পিস ৫ হাজার টাকা করে বিক্রি হয়েছে।আবার কোথাও কেজি কিলো প্রতি আড়াই থেকে তিন লক্ষ টাকা।সেই আম একবার চেখে দেখতে হাজির হয়েছিলেন আম প্রেমীরা।দুদিনের এই আম উৎসবে প্রায় কুইন্টাল আম বিক্রি করে সাফল্য অর্জন করলো জেলা প্রশাসন।

যদিও জেলা প্রশাসন সূত্রে খবর এই প্রথম এই আম উৎসবের আয়োজন।তারপর টানা বৃষ্টি তাতে অনেকটাই আমদানি রপ্তানি কম হয়েছে।তবে আগামী বছর থেকে এর পরিমাণ বাড়বে বলে আশাবাদী।অন্যদিকে ক্রেতারা জানান সহ জেলা শহরে এই ধরনের উৎসব সত্যিই মন ভরেছে।খুশি স্টল দেওয়া ব্যবসায়ীরা।

এ বিষয়ে আম কিনতে আসা ক্রেতা শান্তনু চক্রবর্তী, আব্দুল রাসেদ,ডাক্তার এম হোসেনরা বলেন,”এর আগে জেলায় পিঠেপুলির উৎসব হয়েছে,এরই সঙ্গে বর্ষাকালে ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছিল।তবে এবারে আম উৎসব সত্যিই খুব ভালো লেগেছে।একসঙ্গে এত ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের আম দেখতে পাবো তা ভাবতে পারিনি।অনেকগুলোই সংগ্রহ করেছি।অন্যদিকে ব্যবসায়ীরা বলেন,”বেচা কেনা ভালই হয়েছে। প্রথম বছরের ব্যবসা এত ভালো হবে বলে ভাবিনি।মেদিনী পুরের মানুষ আম খেতে ভালোবাসে এবং সংগ্রহ করতে।প্রথম বছরে বেচা কেনায় আমরা খুশি।

যদিও এ বিষয়ে জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
ও উদ্যান পালন দপ্তর আধিকারিক স্বপন শীট বলেন,”প্রথম বছর এই ধরনের আম উৎসব আমরা আয়োজন করেছি।তবে আমরা দেখলাম মেদিনীপুরের মানুষের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে আমের।প্রথম বছর এই উৎসবে প্রায় ১৮ প্রজাতির দু কুইন্টাল আম আমরা সেল করেছি এই উৎসবের মধ্য দিয়ে।আমরা বেশ কিছু বিদেশি প্রজাতির দুর্মূল্য আম যেমন মিয়োজাকি এনেছিলাম জাস্ট ক্রেতাদের স্বাদ দেব বলে।যদিও এই আম এখন বর্তমানে ক্ষীরপাই চাষ হচ্ছে। পাশাপাশি তিনিও বলেন পরের বছর থেকে আমরা এর পরিমাণ বাড়িয়ে এই উৎসবের আয়োজন হবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in