Srijan Bhattacharjee: যেখানে ব্রাত্য বসু ক্ষমা চাইছেন সেখানে তারই মুখপত্ররা চ্যাং মাছের মত লাফালাফি করছে!সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে ফের আন্দোলন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এবার মেদিনীপুরে আন্দোলনের বেগ বাড়াতে হাজির হলেন SFI কেন্দ্রীয় নেতৃত্ব সৃজন ভট্টাচার্য।রাস্তা অবরোধ,শিক্ষা মন্ত্রীর কুশপুতুল দাহ,কলেজ অধ্যক্ষকে ডেপুটেশনের পাশাপাশি সৃজন বলেন যেখানে শিক্ষামন্ত্রী খোদ ক্ষমা চাইছেন সেখানে তারা সাঙ্গো-পাঙ্গরা ঘটনা ঘটেনি বলেই মিথ্যে প্রচার করছে।আমাদের আন্দোলন তার-ই বিরুদ্ধে।

সম্প্রতি যাদবপুরে ঘটে যাওয়া ঘটনার নিন্দা এবং ধিক্কার জানিয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই।ওইদিন ধর্মঘটকে সফল করতে যখন মেদিনীপুর কলেজের সামনে পিকেটিং করছিল সে সময় হাতাহাতি গন্ডগোলে জড়িয়ে পড়ে এসএফআই কর্মী সমর্থকরা।তাদের অভিযোগ ছিল তৃণমূলের বহিরাগত বেশ কিছু দুষ্কৃতি নিয়ে আক্রমণ চালায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী নেতৃত্ব।যাতে কয়েকজন বাম ছাত্র সংগঠনের কর্মী আহত হন এবং উত্তেজনায় ছড়িয়ে পড়ে মেদিনীপুরে।যদিও সেই ঘটনায় SFI এর ছাত্র কর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ।

অভিযোগ দিনভর আটকে রেখে অত্যাচার করা হয়েছে তাদের।এই পরিপেক্ষিতে পাল্টা আবার আন্দোলনে নামল SFI।এইদিন কেন্দ্রীয় নেতৃত্ব সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে ফের একটি মিছিল মেদিনীপুর কলেজের সামনে আসে।সেখানে তারা এসেই অবরোধ শুরু করে দেন।এরই পাশাপাশি কলেজ গেটের সামনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করেন তারা।এরপর সেই কুশপুতুল দাহ করে তারা কলেজ অধ্যক্ষের কাছে গিয়ে দেখাও করেন একটি স্মারকলিপি ও জমা দেন। পাশাপাশি বাম ছাত্র সংগঠনের অভিযোগ পুলিশ তাদের মহিলা কর্মী-সমর্থককে তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়েছে,শাসিয়েছে এবং অত্যাচার করেছে।

এই বিষয়ে এসএফআই সর্বভারতীয় নেতৃত্ব সৃজন ভট্টাচার্য বলেন,”যাদবপুরের ঘটনার প্রেক্ষিতেই শান্তিপূর্ণ ধর্মঘট চলছিল সেই সময় তৃণমূলের দুষ্কৃতী এবং বহিরাগতরা এসে আমাদের বাম ছাত্র সংগঠনের কর্মী নেতৃত্বদের মারধর শুরু করে।যেখানে পুলিশ ছিল নির্বিকার এবং তাদেরও এখানে মদতে ছিল বলে আমরা মনে করি।এরপর আমাদের দুই কর্মীকে পুলিশ তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রেখে অত্যাচারও করা হয়েছে তা নিয়েও আমরা আন্দোলনে নামবো এবং বিচার ব্যবস্থার কাছে দারস্থ হব।

তিনি বলেন যেখানে খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্ষমা চাইছেন সেখানে তার মুখপাত্র এবং কর্মী নেতৃত্বরা চ্যাং মাছের মত লাফালাফি করছেন। এই ঘটনারই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের আন্দোলন চলবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in