Midnapore Student Strike:ছাত্র ধর্মঘট ঘিরে তুলকালাম মেদিনীপুর!এসএফআই টিএমসিপি র হাতাহাতি মেদিনীপুর কলেজে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ছাত্র ধর্মঘটকে ঘিরে ফের তুলকালাম মেদিনীপুর। ধর্মঘটের সমর্থনের কলেজ গেটে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র সংগঠনের সঙ্গে এসএফআইয়ের হাতাহাতি,সংঘর্ষ। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাল হল এই কলেজ চত্বর। ক্ষোভে ফেটে পড়ল বাম ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা।

যাদবপুরে শিক্ষা মন্ত্রীর কে নিয়ে গন্ডগোল বেঁধেছিল দিন কয়েক আগে আর তারই প্রেক্ষিতে এদিন রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। যদিও এই ছাত্র ধর্মঘট ঘিরে সংঘর্ষের আকার নিল মেদিনীপুরে। বাম ছাত্র সংগঠন SFI এর অভিযোগ মেদিনীপুর কলেজে যখন ছাত্র ধর্মঘট নিয়ে পিকেটিং করছিল এসএফআইয়ের কর্মী এবং নেতৃত্বরা সেই সময় তৃণমূল ছাত্র সংগঠনের বেশ কিছু বহিরাগত ঢুকে তাদের মারধর করতে শুরু করে। যা নিয়ে উত্তেজনার ছড়িয়ে পড়ে।যদিও সেই সময় কলেজ চত্বরে পুলিশের কঠোর প্রহরা থাকলেও এই দুই দলের ধস্তাধস্তিতে রীতিমতো পুলিশ ছিল চুপ।দুপক্ষের মধ্যেই হাতাহাতি সংঘর্ষের আকার নেই।এতে আহত হয়েছে দু পক্ষের কয়েকজন। যা নিয়ে নতুন করে উত্তেজনা মেদিনীপুরে।

যদিও এসএফআই নেতৃত্বের অভিযোগ তৃণমূলের বহিরাগতরা-ই ঢুকে এই ধরনের অশান্তি সৃষ্টি করছে।যেখানে আমাদের ধর্মঘট শান্তিতে চলছিল।যদিও পাল্টা অভিযোগ করেছে তৃণমূল ছাত্র সংগঠনের ছেলের মেয়েরা।তাদের অভিযোগ জোর করে কলেজ বন্ধ করছিল এই বাম ছাত্র সংগঠন, তাই তারই প্রতিবাদ করতে গিয়েছিল তারা।

এই নিয়ে এসএফআই নেত্রী শাওলী দত্ত বলেন আজকে শান্তিপূর্ণভাবে যাদবপুরে ঘটনার প্রেক্ষিতে ছাত্র ধর্মঘট চলছিল।কলেজ পড়ুয়ারা তারা নিজেরাই এই ছাত্র ধর্মঘটে সামিল হয়েছিল।কিন্তু তখনই দেখলাম পুলিশের কড়া প্রহরা থাকা সত্ত্বেও বেশ কিছু বহিরাগত তৃণমূল ছাত্র সংগঠনের ছেলেরা ঢুকে মারধর করা শুরু করে। পাশাপাশি তিনি এ অভিযোগ করেন যে খোদ পুলিশ এখানে উস্কানি দেয় যে ওই বাম ছাত্র কর্মীদের কলেজের বাইরে টেনে নিয়ে আসতে।আমরা কোনভাবেই তৃণমূল ছাত্র সংগঠনকে ভয় পাই না,আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

যদিও পালটা সুর গেয়েছে তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যরা।সংগঠনের সদস্য পরমব্রত মন্ডল বলেন আজকে ওরা ছাত্র ধর্মঘটের নামে গায়ের জোর দেখাচ্ছে।যেখানে ছাত্র ধর্মঘট ডাক দেওয়ার পরও ওরা জোর করে করে গেট বন্ধ করে কলেজ পড়ুয়াদের ঢুকতে দিচ্ছে না।যারা ক্লাস করতে চাইছে তাদেরও জোর করে তাড়িয়ে দিচ্ছে।আমরা এরই প্রতিবাদ জানাতে গিয়েছিলাম।তখনই ওরা আমায় ধরে মারধর করে এবং আমাদের সঙ্গে বচসা শুরু হয়।আমরা এরই প্রতিবাদ জানিয়েছি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in