Suraksha Center: মুখ্যমন্ত্রী ঘোষণা মত সংখ্যালঘু মানুষদের এডুকেশনের প্রতি ফোকাস বাড়াতে ফ্রিতে কম্পিউটার সেন্টারের উদ্বোধন

Share

মেদিনীপুর 5 ই সেপ্টেম্বর:

বিশ্ব নবী দিবসে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পড়াশুনা এবং কম্পিউটারের প্রতি ঝোঁক বাড়াতে ফ্রিতে কম্পিউটার ট্রেনিং সেন্টারে উদ্বোধন,উদ্যোক্তা জেলা পুলিশ। মেদিনীপুর নিয়ে প্রায় ৪টি সেন্টারের উদ্বোধন হল এই পশ্চিম মেদিনীপুর জেলায়।এদিন ফিতে কেটে এই সেন্টারের উদ্বোধন করেন পুলিশ সুপার ধৃতিমান সরকার সঙ্গে উপস্থিত হয়েছিলেন মুসলিম কমিটির কর্মকর্তা সহ পুলিশের আধিকারিকরা।

সংখ্যালঘু ভাই-বোনদের কম্পিউটার ট্রেনিং দিতে পুলিশের উদ্যোগে মেদিনীপুরে সূচনা “সুরক্ষা কম্পিউটার স্কিল ট্রেনিং এন্ড আপগ্রেডেশন প্রজেক্ট”এদিন এই ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।একসাথে ১৫ জন পড়ুয়া এখানে কম্পিউটার ট্রেনিং নিতে পারবেন। সেই সঙ্গে ডিগ্রী পাওয়ার পর মেরিট অনুযায়ী প্লেসমেন্টে সুযোগ করে দেবে জেলা পুলিশ। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশিকা দিয়েছেন যে সংখ্যালঘু এলাকাগুলোতে দুস্থ ছাত্র-ছাত্রীদের এডুকেশনের প্রতি ফোকাস বাড়াতে সেই সঙ্গে কম্পিউটারে শিক্ষায় শিক্ষিত করতে।সেই মোতাবেক পশ্চিম মেদিনীপুর জেলায় খোদ শহরের ২৩ নম্বর ওয়ার্ডে একটি সুরক্ষা সেন্টারের উদ্বোধন করা হয়। এই সেন্টারে এই মেদিনীপুরের সংখ্যালঘু অধ্যুষিত ভাই-বোনেরা ফ্রিতে কম্পিউটার ট্রেনিং পাবেন।

সেই সঙ্গে বিভিন্ন MSM তে চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। উল্লেখ্য এর আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে তিনটি সেন্টারে উদ্বোধন হয়। চতুর্থ নম্বর সেন্টারটি উদ্বোধন হয় খোদ মেদিনীপুর শহরে। এইদিন দুপুর নাগাদ এই সেন্টার উদ্বোধন করে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত হয়েছিল স্থানীয় মুসলিম কমিটির কর্মকর্তারা সেইসঙ্গে পুলিশের বিশেষ আধিকারিকরা। মূলত এ দিন ছিল বিশ্ব নবী দিবস সেই নবী দিবসের প্রাক্কালেই এই সেন্টারের উদ্বোধন।

এই সেন্টার উদ্বোধন করার পর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের মধ্যে এডুকেশনের প্রতি ফোকাস করতে। তাই আমরা আজকের এই বিশেষ দিনটি বেছে নিয়েছি। আজকে আমরা এই সুরক্ষা কম্পিউটার স্কিল ট্রেনিং এন্ড আপগ্রেডেশন প্রজেক্ট উদ্বোধন করলাম। এই সেন্টারে একসঙ্গে এই এলাকার সংখ্যালঘু ছেলেমেয়েরা ১৫ জন ট্রেনিং নিতে পারবেন। শুধু ডিপ্লোমা কোর্স তা না সেই সঙ্গে অফিসিয়ালি বিভিন্ন কাজের প্রশিক্ষণ এখানেই পাবেন।এরপর তারা যাতে এই শিল্পোদ্যোগী মানুষের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয় এবং চাকরির সুবিধা হতে পারে তার ব্যবস্থা করা হবে।

পাশাপাশি তিনি এও বলেন।যদিও এর আগে খড়গপুরে এরকম কয়েকটি সেন্টারের উদ্বোধন হয়েছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in