Teacher Agitation:এক হাতে বর্ণপরিচয় অন্য হাতে থালা বাজিয়ে বিক্ষোভ মিছিল চাকরিহারা যোগ্য শিক্ষকদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এতদিন রাস্তা অবরোধ বিক্ষোভ মিছিল করে আন্দোলন করছিলেন এবার বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে উই দা ফোরাম ফর পেন্ডিং জাস্টিস ব্যানারে মিছিল করলো যোগ্য শিক্ষক শিক্ষিকারা।এদিন থালা বাজাতে বাজাতে হাতে বর্ণপরিচয় নিয়ে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কয়েকশ শিক্ষক শিক্ষিকা।মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে
ও তোলা হয় স্লোগান।

চাকুরিতে পুনর্বহাল ও নিজেদের আত্মসম্মান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এইদিন মেদিনীপুর শহরে দৃপ্ত মিছিল করলেন চাকুরি হারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা সঙ্গে যোগ দিলেন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। উই দ্যা ফোরাম ফর পেন্ডিং জাস্টিসের ব্যানারে এই মিছিলের ব্যবস্থাপনায় ছিল বিএমইএফ(bengal madrasha education forum)সাথে ছিল আদিবাসী যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী অধিকার রক্ষা মঞ্চ(২০১৬)।মূলত এইদিন তাদের দাবি গুলি ছিল কোলকাতা সিএফএসএল রিপোর্ট না আসা পর্যন্ত স্টে-অর্ডার দিয়ে সুপ্রিম কোর্টকেই একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করে দুর্নীতির তদন্ত শুরু করতে হবে।সেই সঙ্গে গত ৩ রা এপ্রিল ২০১৬-এর প্যানেল বাতিল বিষয়ক রায় টি সুপ্রিম কোর্টকেই পুনর্বিবেচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের চাকরিতে বহাল রাখতে হবে।

দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদের চিহ্নিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে,প্যানেল বাতিলের ফলে যোগ্যদের যে সম্মান ও আত্মমর্যাদা নষ্ট হয়েছে তা সরকার ও সুপ্রিম কোর্টকে পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করতে হবে এরই সঙ্গে গত দশ বছরে যাঁরা পরীক্ষায় বসার জন্য যোগ্য তাদের জন্য প্রতি বছরে স্বচ্ছ ও দুর্নীতিহীন পরীক্ষা ও নিয়োগের ব্যবস্থা করতে হবে,এই সমস্ত দাবিকে সামনে এদিনের মিছিল সংগঠিত হয়।এছাড়াও সম্পূর্ন OMR শিট প্রকাশ সহ অন্যান্য দাবি জানানো হয়।এইদিন জাতীয় পতাকা, ধামসা-মাদল,বর্ণপরিচয়,শঙ্খধ্বনি ও বিভিন্ন ধরনের প্লাকার্ড সহ এদিনের মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল থেকে শিক্ষক আন্দোলনে পুলিশের নির্যাতনের তীব্র প্রতিবাদ জানানো হয়।

এইদিন কয়েক শ শিক্ষক -শিক্ষিকা-শিক্ষাকর্মী ও শুভানুধ্যায়ীদের দৃপ্ত মিছিল অশোকনগর মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড,ক্ষুদিরাম মোড়,গান্ধী মোড়,পঞ্চুর চক,গোলকুঁয়া চক,বটতলা হয়ে কেরানিতলা মোড়ে শেষ হয়। ক্ষুদিরাম মোড়ে পথসভা ও কেরানীতলাতে পথ অবরোধ হয়।এদিনের মিছিলে নেতৃত্ব দেন বিএমইএফ এর পক্ষে রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল,সম্পাদক রবিউল ইসলাম চাকুরিহারাদের পক্ষে কৃষ্ণগোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা।মিছিলে চাকুরিহারা শিক্ষকরা ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ যোগ দেন।

এই বিষয়ে বিএমইএফ রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল,”বলেন এ লড়াই শুধু চাকরি-হারা শিক্ষকদের নয় এ লড়াই সমগ্র শিক্ষক জাতির।আমাদের চাকরিতে যোগ্য সম্মান দিয়ে ফেরাতেই হবে।না হলে খারাপ অবস্থা সেই সঙ্গে মেরুদন্ড পুরোপুরি ভেঙে যাবে রাজ্যে শিক্ষা ব্যবস্থার। যেখানে আমরা ছাত্রদেরকে শিক্ষা দিই সেখানে আমাদের নিজেদের চাকরি যেখানে সুনিশ্চিত নয় তাই সেই শিক্ষাকে জাতির মেরুদন্ড বলে কিভাবে গ্রহণ করবে এখনকার পড়ুয়ারা।আমরা মনে করি একটি শাসক দলকে হটাতে যেভাবে গণঅভ্যুত্থান ঘটে ঠিক এভাবেই আমাদের চাকরিতে ফেরাতে অভ্যুত্থান ঘটবে এ রাজ্যে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in