Protest Sava:SIR এ বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না অভিযোগ তুলে মেদিনীপুরে প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের

Share

মেদিনীপুর 18 ই নভেম্বর:

“রাজ্যের কোন বৈধ ভোটারকে আমরা অবৈধ করতে দিচ্ছি না”এই অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল।সেদিন জেমসেন হল প্রাঙ্গনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী সহ এক ঝাঁক তৃণমূলের বিধায়ক কাউন্সিলর এবং বিশিষ্ট জনেরা।এই সভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন সেলের সভাপতি আইনজীবী গৌতম মল্লিক।

একদিকে গোটা রাজ্যে জুড়ে চলছে এসআই এর ফরম বিলি,ফিলাপ এবং জমা দেওয়ার কাজ আর অন্যদিকে এই এসআই আর এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল। তাদের অভিযোগ এই SIR এর মাধ্যমে অনেক বৈধ ভোটারকে অবৈধ করতে চাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।এদিন তাই মেদিনীপুর শহরে জজ কোর্ট রোডে জেমসেন হল এর সামনে মঞ্চ বেঁধে সভা করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল। এই সভাতে এদিন বক্তব্য রাখতে উপস্থিত হয়েছিলেন বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান আনসার আলী মন্ডল, মেদিনীপুর কোর্টের পাবলিক প্রসিকিউটার রাজকুমার দাস, আইনজীবী সুকুমার পড়িয়া,বিধায়ক সুজয় হাজরা,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, আইনজীবী মৃণাল চৌধুরী,প্রাক্তন কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক, গোলক মাঝি,পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌ রায় সহ অন্যান্যরা।

এই সভাতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল আইনজীবী সেলের মহিলা আইন জীবীরাও। এদিন সকল বক্তাদের বক্তব্যে একটা কথা উঠে আসে তা হল রাজ্যের বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না,দেব না। এরই পাশাপাশি বিভিন্ন বক্তা কেন্দ্রের বিজেপি সরকার কে কটাক্ষ করেন সেই সঙ্গে এই এসআই এর মাধ্যমে বাংলার মানুষকে অনুপ্রবেশকারী করিয়ে দিতে চাইছে বলে অভিযোগ করেন। পাশাপাশি এই দিন আইনজীবীরা তাদের সকল সেলের আইনজীবীদের এও পরামর্শ দেন যে পাড়ায় পাড়ায় প্রয়োজনে এসআইয়ের ফর্ম যারা ফিলাপ করতে পারছে না তাদের পাশে দাঁড়ান, ফর্ম ফিলাপের সাহায্য করুন।

এদিনের এই প্রতিবাদ সভার তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন এই আইনজীবী সেলের সভাপতি গৌতম মল্লিক।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in