Mahakimbha Thim: মেদিনীপুরে মহাকুম্ভের আদলে জগদ্ধাত্রী মন্ডপ! উদ্বোধনে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী সহ সাধু সন্তরা

Share

ধর্মা 24 সে অক্টোবর:

জগদ্ধাত্রী পুজোর এবার মহাকুম্ভর থিম তাও আবার খোদ মেদিনীপুর শহরে। মূলত সেই সময় মহাকুম্ভ দর্শন করতে পারেননি বহু মানুষ এমন মানুষ রয়েছেন যারা একবার যেতেও পারেননি বয়সের ভারে।তাই সেই সকল মানুষের দর্শনার্থে তৈরি হচ্ছে মহাকুম্ভ থিম। উত্তরণের চতুর্থ বছরে ১২ লক্ষ বাজেটের মহাকুম্ভ দেখার জন্য আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

মেদিনীপুরে এবার মহা কুম্ভ!চলছে দ্রুত গতিতে তৈরির কাজ।একে একে গনেশ পূজা, বিশ্বকর্মা দুর্গাপুজো,লক্ষী এবং কালীর পর এবার জগদ্ধাত্রী পূজার আয়োজন গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জুড়ে।মেদিনীপুর শহরে ধর্মাতে তৈরি হচ্ছে মহাকুম্ভর আদলে মন্ডপ। এবারে উত্তরণের চতুর্থ তম বর্ষ আর প্রায় ১২ লক্ষ টাকা খরচা করে এ মহাকুম্ভের আদলে মন্ডপ করছে উদ্যোক্তারা। তাদের কথামতো যারা বয়সের ভারে মহাকুম্ভের স্নানযাত্রায় অংশ নিতে পারেনি পাশাপাশি ভিড়ের জন্য অংশগ্রহণ করতে পারেনি তারা সরাসরি এই মহাকুম্ভ দর্শন করতে পারবেন।এই মহাকুম্ভ মণ্ডপে বিশিষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে সাধু-সন্তদের। প্রায় পাঁচ দিন ব্যাপি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে এই জগধাত্রী পুজো পালন করতে চলেছে উত্তরণ ক্লাবের সদস্যরা।

উদ্যোক্তাদের বক্তব্য এই উত্তরনের পূজো হতো কেরানীতলাতে কিন্তু কিছু সমস্যার জন্য স্থান পরিবর্তন করে নিয়ে আসা হয় ধর্মায়।বিরাট বিলাসবহুল এলাকায় মন্ডপের কাজ চলছে এখন জোর কদমে।বাঁশের ম্যারাপের বাঁধার পাশাপাশি মন্ডপের কাপড় টাঙানোর কাজ চলছে এখন দ্রুত গতিতে। আগামী ২৯ তারিখ এই পুজোর উদ্বোধনে থাকছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই বিষয়ে পুজো উদ্যোক্তা শংকর গুছাইত বলেন,”সেই সময় বিশেষ দিনক্ষণে মহাকুম্ভ স্নানযাত্রায় অংশ নিয়েছিল কোটি কোটি মানুষ। কিন্তু বহু মানুষ বয়সের ভারে এবং এই ভিড়ের জন্য অংশ নিতে পারেনি।দর্শন হয়নি পবিত্র মহা কুম্ভের।তাই জেলার সকল মানুষের দর্শন করানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

প্রায় চার পাঁচ দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠান থাকছে, থাকছে সাধু-সন্তদের ভিড়।আমরা আশাবাদী এই মহাকুম্ভ নজর কাড়বে জেলার মানুষের।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in