
মেদিনীপুর 1 লা নভেম্বর:
সংগঠনের জন্য মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় খুশি কর্মকর্তারা তাই মুখ্যমন্ত্রী কে কুর্নিশ জানিয়ে অনুষ্ঠিত হলো জেলা গ্রামীন সম্পদ কর্মীর প্রথম জেলা সম্মেলন। এদিন আগত অতিথিরা সংগঠনের সমস্ত সদস্যদের পাশাপাশি কর্মকর্তাদের ভুয়সী প্রশংসা করেন তাদের কাজের নিরিখে।

এক অনুষ্ঠানের মধ্যে মেদিনীপুরে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা গ্রামীন সম্পদ কর্মীর প্রথম জেলা সম্মেলন।এইদিন শহীদ প্রদ্যুত স্মৃতি সদনে এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া,শ্রীকান্ত মাহাতো,রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক,জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা রাণী মাইতি,বিধায়ক সুজয় হাজরা,অজিত মাইতি সহ VRP শাখার বিশিষ্ট নেতৃত্ব ও কর্মকর্তারা। এই সংগঠন কিভাবে শুরু হয়েছিল এবং আজকে তার কি পর্যায়ে রয়েছে,সেই সঙ্গে সংগঠনকে মজবুত করতে ফেডারেশনের পাশা পাশি মুখ্যমন্ত্রী কিভাবে চেষ্টা করেছেন তারও বিষয়ে আলোচনা করেন বক্তারা।এইদিন বিশিষ্ট নেতৃত্বের পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যকর্তাদের সম্বর্ধিত করা হয় মঞ্চে থেকে।

পাশাপাশি কোভিড মহামারির সময় সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল তারও দৃষ্টান্ত তুলে ধরা হয় এ মঞ্চ থেকে। এই দিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের প্রশংসা করেন মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া।অন্যদিকে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন,” এই সংগঠনের কর্মীরা যেভাবে তার সামান্য ভাতার বিনিময়ে তাদের কাজ করে থাকেন তাতে সমাজের কাছে তারা বড় মর্যাদার।

আপনারা কোন কিছুর কাছে মাথা নোয়াবেন না,আমরা আপনাদের পাশে আছি বলে আশ্বাস বিধায়কের।”