CPIM Agitation:বিজেপি কর্মীর হয়ে পথে নামল সিপিএম!নারায়ণগড় থানা ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে টানা হিঁচড়া বামেদের

Share

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগড়:

নারায়ণগড়ে তৃণমূল নেতা গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ সিপিএম দলের,দীর্ঘক্ষণ চললো পুলিশের সঙ্গে বাগ -বিতন্ডা। বামেদের দাবি অবিলম্বে এই মহিলার উপর অত্যাচার কারী শাসকদলের নেতা কে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে না হলে আন্দোলন চলবে।

এবার নারায়ন গড় ধর্ষণ কাণ্ডে সরব হলো বাম দল সি.পি.আই.এম। তৃণমূল নেতা গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সি.পি.আই.এম দলের নেতা কর্মীরা।চললো পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও বাগ-বিতণ্ডা।প্রসঙ্গত,রবিবার বিজেপির এক মহিলা অভিযোগ তোলেন তাকে নারায়ণগড়ের পঞ্চায়েতের তৃণমূল পার্টি অফিসে ডেকে তৃণমূলের অঞ্চল সভাপতি যৌন নির্যাতন এবং যৌন হেনস্থা করেছেন।অভিযোগ তিনি বিজেপি করেন বলেই এমন ঘটনা।বিজেপি ছাড়তে হবে এই মুচলেকা দেওয়ার জন্য তাকে পার্টি অফিসে ডেকে পাঠান হয়েছিল।যে ঘটনায় ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বিজেপি নেতাকর্মীদের মধ্যে।সোমবার বিজেপির মেদিনীপুরে এসপি অফিস ও নারায়ণগড় থানা ঘেরাও করে।এক প্রস্থ বিজেপি নেত্রী অগ্রিমিত্রা পালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ। সেই ঘটনার পর এবার তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে নারায়ণগড় থানা ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন সি.পি.আই.এম দলের নেতাকর্মীরা।দাবি তোলা হয় মকরামপুর অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষী শিট কে গ্রেফতারের। এই দিন কয়েকশ কর্মী সমর্থক নিয়ে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা। এছাড়াও এই মিছিলে নেতৃত্ব দেন খড়গপুর দক্ষিণ আঞ্চলিক কমিটির সদস্য মিনা পাল সহ অন্যান্যরা।

এ বিষয়ে রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা বলেন,”শাসকদলের পার্টি অফিসে ধর্ষণ ঘটলো। ওই মহিলা বারবার চিৎকার করে বলছে যে কিভাবে তাকে তার উপর অত্যাচার চালানো হয়।এই ঘটনার ভিডিও ওই শাসকদলের কর্মী প্রকাশ্যে আনলো। তারপরও পুলিশের কোন পদক্ষেপ নেই।উল্টে যিনি এই ভিডিও তুলে প্রকাশ্যে এনেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে।তাই আমরা ওই মহিলার উপর অত্যাচারকারী এই শাসকদলের নেতার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in