
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
এবার কোলেস্টেরল পরীক্ষার প্রয়োজন নেই।বিশেষ এক রকম রক্ত পরীক্ষা করেই বলে দেওয়া সম্ভব যে,হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি আছে কি না।এমনই দাবি লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকদের।প্রায় ৫ ব্রিটিশ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৫৬৫ টাকার মধ্যে এই রক্ত পরীক্ষা করা যাবে বলেও দাবি করা হয়েছে।


রক্তে ট্রোপোনিনের মাত্রা দেখেই হৃদ্রোগ বা স্ট্রোকের ঝুঁকি নির্ণয় করা সম্ভব হবে বলে জানিয়েছেন গবেষকেরা। ‘আমেরিকান কলেজ অফ কার্ডিয়োলজি’ জার্নালে এই গবেষণার খবর প্রকাশিত হয়েছে। ট্রোপোনিন হল একটি প্রোটিন, যার মাত্রা দেখে হার্টের সমস্যা নির্ণয় করা হয়। এই প্রোটিন হৃদ্পেশিতে থাকে। যখন হৃদ্পেশি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, তখন এই প্রোটিনটি রক্তে মিশতে থাকে। রক্তে এই প্রোটিনের মাত্রার ওঠানামা দেখেই হার্টের অবস্থা কেমন, তা ধরা যায়।মূলত ইউরোপ,উত্তর আমেরিকা,অস্ট্রেলিয়ার ৬২ হাজারের বেশি মানুষের উপর এই রক্ত পরীক্ষাটি করে এর কার্যকারিতা সম্পর্কে তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষক অনুপ শাহ জানিয়েছেন, গত দশ বছর ধরে এই রক্ত পরীক্ষাটি ক্লিনিক্যাল ট্রায়ালে ছিল।

নানা বয়সের মানুষের উপর পরীক্ষাটি করা হয়।হার্টের অবস্থা কেমন, তা জানতে লিপিড প্রোফাইল টেস্ট করা হত এত দিন। কিন্তু এই রক্ত পরীক্ষাটি করলেই নাকি ধরা পড়বে হৃদ্রোগের ঝুঁকি আছে কি না, অথবা ভবিষ্যতে স্ট্রোকের আশঙ্কা আছে কি না। গবেষকেরা জানিয়েছেন, ভারত ও এশিয়ার বিভিন্ন দেশে খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটি চালু করা হবে। পাঁচশোর টাকার মধ্যেই পরীক্ষাটি করাতে পারবেন সকলে।