Sabang poster:ভোটার না পেয়ে BLO লিখলেন ‘আপনার সাথে যোগা যোগ করতে পারছি না’ সবংয়ে ভোটার নিখোঁজের বিজ্ঞাপন

Share

সবং 20 ই নভেম্বর:

এ যেন উলটপুরাণ! এতদিন বিএলও-র খোঁজ করছিলেন ভোটাররা। এবার, পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ঘটলো ঠিক এর উল্টো ঘটনা। ভোটারের খোঁজে দেওয়ালে বিজ্ঞপ্তি সাঁটালেন বিএলও। নিজের ফোন নম্বর দিয়ে তিনি লিখলেন, “আমি…BLO আমার ফোন নম্বর…। আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সেজন্য আপনি আমার এই ফোন নম্বরে যোগাযোগ করে, আপনার এনিউমারেশন ফর্মটি সংগ্রহ করুন।’

যেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সবংয়ের ভেমুয়া গ্রাম পঞ্চায়েতের ভেমুয়া (২২৪নং বুথ) এলাকায়। ঘটনাচক্রে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, নিখোঁজ ওই ভোটারের নাম শুভ্রা বেরা। তাঁর এপিক নম্বর AEF*****45। ২০২৫-এর ভোটার তালিকায় উল্লিখিত ঠিকানায় তাঁর খোঁজ মিলছেনা। গত ১০-১২ দিন ধরে তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি স্বয়ং শুভ্রা দেবী সহ তাঁর বাড়িরও। কোনও আত্মীয়-পরিজনেরও খোঁজ মেলেনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তথা শাসকদলের নেতা রাজীবচন্দ্র সী এই বিষয়ে বলেন, ‘এই নামে কেউ এখানে থাকেন বলে আমরা জানিই না!’ তিনি এও বলেন, ‘শুধু বিএলও নন, আমাদের দলের তরফেও খোঁজ করেছি আমরা। এই নামে ভেমুয়া ২২৪ নং বুথে কাউকে পাওয়া যায়নি। এমনকি কোনকালে এখানে এই নামে কেউ ছিলেন কিনা, সেটাও স্থানীয়রা বলতে পারেননি।’ তাঁর মতে, কোনোভাবে ২০২৫-এর ভোটার তালিকায় এই নাম সংযোজিত হয়েছে!

তবে কি ভুতুড়ে ভোটার? সেই বিষয় অবশ্য কিছু বলতে চাননি, রাজীব বাবু সহ স্থানীয় তৃণমূল নেতারা। এদিকে,বাধ্য হয়েই তাই শুভ্রা দেবীর জন্য নির্দিষ্ট এনিউমারেশন ফর্ম দেওয়ার জন্য বুধবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে ‘বিজ্ঞপ্তি’ দেন বিএলও সন্ধ্যা মাইতি ঘোড়াই।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে খোঁজ চালিয়েও ওঁকে পাইনি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিজ্ঞপ্তি দিয়েছি।’


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in