
নিজস্ব প্রতিনিধি,শালবনি:
ইসরায়েলে আটকে পশ্চিম মেদিনীপুরের শালবনীর যুবক অনিরুদ্ধ বেরা। বছর ২৭-র অনিরুদ্ধ ইসরায়েলের বিখ্যাত তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। সাম্প্রতিক ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের তেল আভিভ শহরের একটি আবাসনে কার্যত দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছেন শালবনীর ভাউদি গ্রামের এই মেধাবী ছাত্র। বাড়িতেও উৎকণ্ঠার মধ্যে আছেন তাঁর বাবা-মা।

ইসরাইল ও ইরানের যুদ্ধ অব্যাহত আর সেই যুদ্ধে গোটা বিশ্ব জুড়েই অশান্তির বাতাবরণ।তবে এই যুদ্ধকে ঘিরে ইতিমধ্যে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।অন্যদিকে ইরানে ও ইসরাইলে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার কাজে নেমেছে কেন্দ্র সরকার।এ রকমই এক গবেষক ইসরাইলে আটকে যা নিয়ে দুশ্চিন্তায় বাবা-মা। মূলত শালবনীর ভাউদি গ্রামের এই মেধাবী ছাত্র তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বায়োফিজিক্স নিয়ে গবেষণা রত।অনিরুদ্ধ বাবা-মা’র একমাত্র সন্তান। ২০২২ সালের শেষের দিক থেকে তেল আভিভে রয়েছে।এদিকে, একমাত্র সন্তানকে নিয়ে উৎকণ্ঠিত বাবা-মা। এই পরিস্থিতিতে কিভাবে দিন কাটছে অনিরুদ্ধর?পরিবার সূত্র অনুযায়ী সে জানিয়েছে “আমরা সেন্ট্রাল তেল আভিভের একটি আবাসনে ভাড়া থাকি।তবে,প্রত্যেকের সিঙ্গেল রুম।নিজেরাই রান্না করি।কিন্তু,গত শুক্রবার থেকে কারফিউ জারি করা হয়েছে।আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ।

দোকানপাট সকালের দিকে একটি নির্দিষ্ট সময়ে খোলা হচ্ছে। সারাদিনে অন্তত তিন-চারবার সাইরেন বাজছে।এমন পরিস্থিতিতে তো রান্না করে খাওয়া সম্ভব নয়, তাই বিভিন্ন শুকনো খাবার মজুদ করে রেখেছি। তাই দিয়েই চালিয়ে নিচ্ছি।”যদিও বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলো যোগাযোগ সম্ভব হয়ে ওঠেনি বাবা মায়ের।

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের পর প্রবেশিকা পরীক্ষা দিয়ে অনিরুদ্ধ ভর্তি হয় ভুবনেশ্বরের NISER-এ।জীবন বিজ্ঞানের উপর ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স শেষে ২০২২ সালের নভেম্বর মাসে গবেষণার জন্য পাড়ি দেন ইসরায়েলে।ইসরায়েলের বিখ্যাত তেল আভিভ ইউনিভার্সিটি-তে ক্যান্সার বায়োফিজিক্স-এর উপর গবেষণায় যোগ দেয় সে।যদিও তার গবেষণা শেষ হতে আরও ২ বছর।এই অনিরুদ্ধর বাবা পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক।তার বক্তব্য “দুশ্চিন্তা তো আছেই। কিন্তু, এই পরিস্থিতিতে কিছু করারও তো নেই। যতক্ষণ না ভারত সরকার ওদের উদ্ধার করে নিয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে।”
উল্লেখ্য,পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাতে খুশির খবর জানিয়েছে অনিরুদ্ধ।অনিরুদ্ধ ফোন মারফত জানাই, দেশে ফেরার জন্য অপারেশন সিন্ধুতে নাম নথিভুক্ত করতে সক্ষম হয়েছে। এ বার শুধু তারিখ ঘোষণা হলেই উড়ানে চড়ার পালা।