National Flag:78 তম স্বাধীনতা দিবসে একটি দেশলাই বাক্সে 78 জন স্বাধীনতা সংগ্রামী!স্পেশাল দিবসে বিশেষ কুর্নিশ শিক্ষকের

Share

নিজস্ব প্রতিনিধি,ধর্মা:

গুটি গুটি পায়ে ৭৮ তম স্বাধীনতা দিবস পালন হতে চলেছে গোটা দেশজুড়ে।আর এই ৭৮তম স্বাধীনতা দিবসে বাংলার ৭৮ জন বীর বিপ্লবীদের ছবি একটি দেশলাই বাক্সে পতাকার ওপর এঁকে কুর্নিশ জানালো প্রাথমিক শিক্ষক শুভদীপ ঘোষ।এরই মাধ্যমে তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করালেন। যে ঘটনায় আপ্লুত মেদিনীপুর বাসী।

এবারের ১৫ই আগস্ট আটাত্তর তম স্বাধীনতা দিবস আর এই ৭৮ তম স্বাধীনতা দিবসে বাংলার বীর বিপ্লবী ৭৮ জন স্বাধীনতা সংগ্রামীদের কুর্নিশ জানিয়ে একটি দেশলাই এর উপর প্রতিকৃতি এঁকে কুর্নিশ জানালো প্রাথমিক শিক্ষক শুভদীপ ঘোষ। মূলত মেদিনীপুর শহরের ধর্মাতে এই শিক্ষকের বাড়ি। মা-বাবা স্ত্রী সহ থাকেন এই শিক্ষক।এই বয়সে ৩৩ এর শুভদীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরের ঝাটিয়াড়া প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক।আঁকাতে তার বিরাট নেশা রয়েছে আর সেই নেশার চোটেই তিনি এবারে এই স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি এঁকেছেন একটি দেশলাই বাক্সের উপর।প্রতিটি ছবির দৈর্ঘ্য ছ থেকে সাত মিলিমিটার। দীর্ঘ ছয় থেকে আট ঘন্টা প্রচেষ্টায় তার এই জাতীয় পতাকা তৈরি হয়েছে এবারে।যদিও এই ৭৮ জন স্বাধীনতা সংগ্রামীদের ছবি এঁকে রীতিমত ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ তার নাম নথিভুক্ত হয়েছে।

স্কুলে পড়ানোর পাশাপাশি অবসর টাইমে শিক্ষকের প্রচেষ্টায় মুগ্ধ জেলার মানুষজন।উল্লেখ্য,স্কুলে পড়ানোর পাশাপাশি তিনি স্কুলেও বিভিন্ন ধরনের ছবি এঁকেছেন,তার বাড়িতেও জ্বলজ্বল করছে ভিন্ন ভিন্ন চিত্র। ছোট থেকেই আঁকার নেশা রয়েছে তার। আর সেই নেশাতেই এবারে তিনি দেশলাই বাক্সের উপর বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি এঁকেছেন।এই ছবিতে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু,মাতঙ্গিনী হাজরা,নেতাজি সুভাষচন্দ্র বোস,প্রফুল্ল চন্দ্র,মৃগেন দত্ত সহ বাংলার বিপ্লবীরা ঠাঁই পেয়েছে।

এ বিষয়ে শিক্ষক শুভদীপ ঘোষ বলেন,”এবারের ২০২৫ এর ভারতে স্বাধীনতা ৭৮ তম বর্ষে পদার্পণ করল।
আর এ ৭৮ তম বর্ষে পদার্পণ করায় ইচ্ছে ছিল নতুন কিছু করার। সেই ইচ্ছে প্রচেষ্টা দিয়েই এবারে তাই আটাত্তর জন বিপ্লবীকে তুলে ধরেছি একটি দেশলাই বাক্সের উপর। বাংলার বিপ্লবীদের তুলে ধরা হয়েছে।যদিও অনেকে বাদ গেছে। তবে যতগুলো পেরেছি ততগুলোই তুলে ধরেছি এই বাক্সে।এই বিশেষ দিনে তাদের কুর্নিশ জানাতে পেরে আমি খুবই খুশি।

প্রসঙ্গত উল্লেখ্য,ভারতের স্বাধীনতা পটভূমিতে বাংলার বিপ্লবীদের অবদান অনস্বীকার্য।বিপ্লবী ক্ষুদিরাম বসু থেকে মাতঙ্গিনী হাজরা, মৃগেন দত্ত,অনাথ বন্ধু পাঁজা বিমল দাসগুপ্ত সহ বাংলার এক ও একাধিক বিপ্লবীদের নাম জ্বলজ্বল করছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী পতাকায়।এখন অপেক্ষা ১৫ ই আগস্ট এর।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in