Sristisree Mela:”স্যার আপনি যেই হোন,আমি মাথা তো ঝোঁকাবো না”সরকারি মেলায় গান করতে এসে ক্ষুব্ধ স্নিগ্ধজিৎ!অর্ধেক রাস্তায় গান থামিয়ে চোখের জলে স্টেজ ছাড়েন

Share

মেদিনীপুর 22 সে জানুয়ারি:

আমি মাথা তো ঝোঁকাবো না স্যার আপনি যেই হোন!সৃষ্টিশ্রী মেলাতে স্নিগ্ধজিত এর লাইভ কনসার্টে গণ্ডগোল!।গান গাইতে এসে ক্ষুব্ধ গায়ক,স্টেজে গান গাইতে গাইতে নিচে নেমে এসে গান গাইতে গিয়ে মেলার কর্তৃপক্ষের সঙ্গে বিতর্কে জড়ালেন।গায়ক বললেন,আপনি আপনার জায়গায় ঠিক আমি আমার জায়গায় ঠিক। যদিও শেষ পর্যন্ত চোখের জলে স্টেজ ছাড়েন শিল্পী।

এবার সরকারি মেলায় গান করতে এসে মেলা উদ্যোক্তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন শিল্পী স্নিগ্ধজিত ভৌমিক যার জেরে অনুষ্ঠান শেষ করার আগেই তিনি ছাড়লেন স্টেজ উগরে দিলেন ক্ষোভ। প্রসঙ্গত উল্লেখ্য,গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে বিদ্যাসাগর হলে রাজ্য সরকারের তৃতীয় বর্ষে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা।যেই মেলায় দুই শতাধিক স্টল নিয়ে হাজির হয়েছে স্ব সহায়ক গোষ্ঠীর মহিলারা।এখানে ঘরের আসবাবপত্র থেকে ঘর সাজানোর জিনিস সেই সঙ্গে হাতে গড়া কানের দুল,খাবারের স্টল সেই সঙ্গে চারা গাছ ডিম,মুরগি এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।টানা সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তালিকায় রয়েছে নন্দী সিস্টারস,বিনোদ রাঠোর, পৌষালী ব্যানার্জি,লোপামুদ্রা মিত্র,রূপম ভট্টাচার্য, স্নিগ্ধজিৎ ভৌমিক সহ বিশিষ্ট শিল্পীরা।তবে তৃতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে শিল্পী কে নিয়ে ছড়লো বিতর্ক।

সূত্র অনুযায়ী,অনুষ্ঠান শুরু হওয়ার ঘন্টা দেড়েক পর একটি গান করার সময় স্নিগ্ধজিৎ যখন স্টেজ থেকে নেমে নিচের ভিআইপিদের সামনে গিয়ে গান করছিলেন সেই সময় অনুরাগীদের সঙ্গে ঠেলাঠেলিতে মেলা কর্তৃপক্ষ তাকে স্টেজে ওঠার কথা বলেন,সেই সঙ্গে তাকে স্টেজ থেকে না নামতে অনুরোধ করেন আর তাতেই ছড়ায় বিতর্ক।এদিন শিল্পী ওখান থেকে মঞ্চে উঠে গান থামিয়ে দেন এবং তার সকল সদস্যদের ইন্সট্রুমেন্ট বন্ধ করার নির্দেশ দেন। তড়িঘড়ি তার বাকি সদস্যরাও ছুটে আসে,শুরু হয় বাগবিতণ্ডা।এই ঘটনায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় অনুষ্ঠান।এরপর শিল্পী মাইক হাতে নিয়ে স্টেজ থেকেই বলেন,”অনেক ছোটবেলা থেকে দায়িত্ব আমার কাঁধে এসেছে কারণ আমার বাড়ির আর্নিং মেম্বার একমাত্র আমিই ছিলাম।এরপর আমি হোটেলে কাজ করেছি,দীর্ঘ ১৮ বছর ধরে আমার স্ত্রী আমার সঙ্গ দিয়েছে এই গানের জগতে লড়াই করার জন্য।

আমার মা ছোটবেলায় আমাকে শিখিয়েছিল যদি কোথাও আমার অন্যায় থাকে তাহলে সে যদি আমার থেকে ছোটও হয় তাহলে তার পা ধরে ক্ষমা চেয়ে নিবি,আর যদি অন্যায় না করিস তবে আমার সামনেও মাথা কোনদিন ঝোঁকাবি না।এই কথা শুনে দর্শকদের তালি বাজানো প্রসঙ্গে তিনি বলেন আপনারা এভাবে তালি বাজাবেন না।তবে কিছুটা ক্ষোভের সুরে তিনি বলেন মাথা তো আমি ঝোঁকাবো না স্যার,আপনি যেই হোন,যাই হোন,আপনার ওয়ে অফ টকিং খুব বাজে ছিল।ওটা আপনি ভালোভাবে বললে এই ব্যাপারটা হতো না।এতক্ষণ ধরে এতগুলো মানুষ,আমরা আনন্দ উপভোগ করছিলাম,সেখানে এই ঘটনা কিছুটা হলেও ডিস্টাব হলো।পাশাপাশি তিনি ও বলেন আমার সবকিছু দিয়ে এসেছি স্টেজ এবং মঞ্চকে। আমার শারীরিক অবস্থা ভালো না,তবু তোমাদের আবেদনে আমি এই অনুষ্ঠান এসেছি।সবাই গ্রেট ফুল, সৃষ্টিশ্রী মেলাও গ্রেটফুল।আপনি আমার জায়গায় থাকলে আপনি ভাবতেন এটা ভুল হতো,যাই হোক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন।”যদিও এরপরে শিল্পী টাকা ফেরত দেওয়ার ঘোষনার পাশাপাশি মঞ্চ থেকে কেঁদে ফেলেন। যা নিয়ে সংশ্লিষ্ট মেলায় ছড়ায় চাঞ্চল্য।

যদিও এ নিয়ে মেলা উদ্যোক্তা তথা সরকারি আধিকারিক গোবিন্দ হালদার বলেন,”আমরা শিল্পীকে বারবার ধরে বলছিলাম স্টেজ থেকে না নামতে কিন্তু উনি শোনেন নি।এর আগে অনেক শিল্পী স্টেজ থেকে মঞ্চে অনুষ্ঠান করে গেছেন তারা কখনই স্টেজ থেকে নামেন নি।ওই শিল্পী স্টেজ থেকে বার বার নামার ফলেই শুরু হচ্ছিল বিশৃঙ্খলা।কিন্তু ওই শিল্পী না শোনার জন্যই আমরা এই মন্তব্য করি যার জেরে উনি বিরক্ত বোধ করেন।যদিও শেষ পর্যন্ত উনি গান গেয়েছেন।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in