
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
দীর্ঘ আন্দোলনের পর মিলেছে অনুমোদন তবুও ডাক না পেয়ে ক্ষুব্ধ মেদিনীপুর কলেজের SACT(STATE AIDED COLLEGE TEACHER’S)শিক্ষকরা।এদিন তারা এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেন।এরই সঙ্গে অনুমোদন দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং সকল মন্ত্রীদ্বয়ের।

এক সময় দীর্ঘ আন্দোলন ছিল,ছিল দাবিদাওয়া এবং সেই আন্দোলনের উপর ভিত্তি করে আদায় হয়েছে অনুমোদন।অবশেষে দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ বৈধতা পেল SACT(STATE AIDED COLLEGE TEACHER’S) শিক্ষকরা।যা হলো SACT শিক্ষকদের BOARD OF STUDIES MEMBER হিসেবে অন্তর্ভূক্তি সেই সঙ্গে TEACHER’S COUNCIL এর MEMBER হিসেবে অন্তর্ভুক্তি।মূলত গত 21 সে এপ্রিল বিদ্যাসাগর ইউনিভার্সিটি TEACHER’S COUNCIL এবং BOARD OF STUDIES এ অন্তর্ভূক্তির নির্দেশিকা জারি করে।সেই নির্দেশিকাকে মান্যতা দেয় মেদিনীপুরে কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক। কিন্তু এই সংগঠনের শিক্ষকদের অভিযোগ কতিপয় মেদিনীপুর কলেজের HOD এবং Co- Ordinator সেই সঙ্গে MEMBER SECRETORY ACADEMIC COUNCIL,TEACHER’S COUNCIL SECRETORY সদস্যরা VC এর এই নির্দেশ নামার বিরোধীতা করছেন।

পাশাপাশি এই SACT শিক্ষকদের না জানিয়ে TEACHER’S COUNCIL এর মিটিং ডাকেন।যদিও নির্দিষ্ট সময়ে এই SACT শিক্ষকেরা উপস্থিত থাকলেও মিটিং হয় না।এর ফলে ক্ষুব্ধ হয়ে পড়ে এই শিক্ষকগণ। তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দাবি তোলেন অবিলম্বে এই মিটিং ডেকে SACT TEACHER দের অংশগ্রহণের অধিকার কার্যকরী করার। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেদিনীপুর কলেজ অটোনোমাসে। যদিও এদিন সাংবাদিক বৈঠক করে তারা তাদের ক্ষোভ উগরে দেন।


এই বিষয়ে এই দিন SACT এর শিক্ষক স্বপন কুমার বেরা,সিদ্ধার্থ দাসরা বলেন,”যেখানে আমাদের বিদ্যাসাগর ইউনিভারসিটি কর্তৃপক্ষ থেকে অনুমোদন দিয়েছে সেই সঙ্গে অ্যাপ্রুভ করেছে কলেজ কর্তৃপক্ষ সেখানে বেশ কিছু টিচার আমাদের এখানে বিতর্ক সৃষ্টি করেছে।আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুমোদন দেওয়ার জন্য। আমরা দাবি করছি আমাদের কলেজের মিটিংয়ে আমাদের নিয়ম মেনে ডাকার জন্য।আজকের যে মিটিং ডাকা হয়েছিল এবং তার পরে ক্যানসেল করা হয়।কেনই বা ক্যানসেল করা হলো কেনই বা ডাকা হল সে বিষয়েও আমাদের ক্ষোভ রয়েছে।