Suvendu Adhikari: বাংলাদেশে মৃত দীপু দাসের পাশে দাঁড়ালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী!আর্থিক সাহায্যের পাশাপাশি ইউনূসের সমালোচনা

Share

কলকাতা 23 সে ডিসেম্বর:

এবার দীপু দাসের পরিবারের পাশে বিরোধী দলনেতা।মূলত বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু তরুণ দীপু দাসের নৃশংস হত্যার ঘটনায় ফের সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিহত যুবকের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস বাংলা BJP বিধায়কের। বাংলাদেশে দীপু দাসের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সাহায্যের আশ্বাস বিজেপি নেতার। একইসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের ভূমিকার তুমুল সমালোচনা।

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা বারে বারে আক্রান্তের ঘটনা প্রায় সময় সোশ্যাল মাধ্যমে ফুটে ওঠে।যদিও এই ঘটনার নৃশংসতম চিত্র হলো দীপু দাসের মর্মান্তিক মৃত্যু। যেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। সেই ঘটনার প্রেক্ষিতে দীপুর পরিবারের এবার পাশে এসে দাঁড়ালো বিরোধী দলনেতা।মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী জানান যে,” তিনি ও পার বাংলায় দীপু দাসের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তাঁরা যাতে নিয়মিত মাসিক আর্থিক সহায়তার পান তার ব্যবস্থা করতে চান।”পাশাপাশি তিনি এও বলেন,‘দীপু দাসের পরিবার অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আছে এবং আমি নিজে আগামিকাল অর্থাৎ বুধবার তাদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলব। তাঁর স্ত্রী ও বাবা-মাকে আমরা প্রতি মাসে তাদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য কথা বলব। আমি গোটা বিশ্বের হিন্দুর কাছে তাঁদের সাহায্যের আর্জি জানাব।’

দীপু দাসের হত্যার প্রতিবাদে এ দিন সকালে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখান বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ। হিন্দুত্ববাদী সংগঠনের মঙ্গলবারের সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বেক বাগানে।উল্লেখ্য, শুক্রবার ময়মনসিংহের ভালুকায় ২৫ বছর বয়সি পোশাক কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসের উপর একদল লোক হামলা চালায়। তাঁকে ব্যাপক মারধর করা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গণপিটুনিতে মৃত্যু হয় দীপু দাসের। পরে তাঁর নিথর দেহ গাছে ঝুলিয়ে রাখা হয় ও সেখানেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়। দীপু দাসকে মারধরের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।এই বিষয়ে দীপুর বাবা রবীচন্দ্র দাস একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন,‘ওরা ছেলেটাকে পিটিয়ে মেরে, জ্বালিয়ে দিয়েও শান্তি পায়নি। ধড়–মুন্ডু আলাদা করে টাঙিয়ে রেখেছিল!’

পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB) সূত্র অনুসারে ‘দ্য ডেইলি স্টার’ জানিয়েছে, বাংলাদেশে হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় রবিবার পর্যন্ত বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in