Ghibli Art : জিবলী আর্টে মজেছে দুনিয়া!শচীন থেকে বিরাট কোহলি, সত্যজিৎ রায় থেকে বাবু ভাইয়া,বাদ গেল না কেউই

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মোবাইল খুললেই জাপানি অ্যানিমেশন ছবিতে ভরে গিয়েছে ফেসবুক,ইনস্টাগ্রাম। ফেলুদা থেকে বিরাট কোহলি,সত্যজিৎ রায় থেকে শচীন টেন্ডুলকর,গব্বর সিং থেকে বাবু ভাইয়া কে নেই সেখানে। ট্রেন্ড করছে হ্যাশট্যাগ জিবলি।

জিবলিতে গা ভাসালো সোশ্যাল মাধ্যমের ফ্যানেরা।যা নিয়ে রীতিমতো সোশ্যাল মাধ্যমে ছবি পোস্ট করে তারা ফলোয়ার এবং ভিউয়ার বাড়াচ্ছে।বলা যায় যখন যা নতুন আসে তখনই তা টেন্ডিং হয়ে ওঠে।সবাই চাই সেই ট্রেন্ডিং ছবি,মিউজিক অথবা ভিডিওতে নিজের ছবি ফুটিয়ে তুলতে।যেই না ভাবা ওমনি কাজ। তাই এবার জিবলিতে পোস্ট ঘিরে সোরগোল গোটা বিশ্বজুড়ে। মেসির বিশ্বকাপ জয় থেকে ডিডিএলজের রাজ-সিমরন, ইতিহাসের বিশেষ কোনও মুহূর্ত, কোনও ছবির আইকনিক দৃশ্য খেলা থেকে সিনেমা, বাদ যাচ্ছে না কিছুই। নেটিজ়েনরাও বাদ নেই। নিজের ছবিও একই জিবলি স্টাইলে বানিয়ে ফেলছেন। জিবলি ছবি তৈরির ঢেউ সুনামি হয়ে আছড়ে পড়েছে চ্যাটজিপিটি-র উপর। অবস্থা সামাল দিতে ছবি তৈরিতে বিধি নিষেধ আরোপ করেন স্যাম অল্টম্যান। ফ্রি-তে আর চ্যাটজিপিটি দিয়ে এই ছবি বানানো যাচ্ছে না।

যদিও স্যাম জানিয়েছেল শিগ্‌গির ফ্রি-তে দিনে ৩টে ছবি বানানো যাবে। অবশ্য দুধের সাধ ঘোলে মেটাতে চাইলে রয়েছে ইলন মাস্কের গ্রক এবং গুগলের এআই স্টুডিয়ো। জিবলি স্রোতে কি আপনিও গা ভাসিয়েছেন? বানিয়েছেন না কি এমন ছবি কারও জন্য?প্রত্যেকেই কেবলই ছবি পোস্ট করছে তার নিজের ফেসবুক ইনস্টাগ্রাম এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মাধ্যমে।যারা করতে পারছেন না তারাও হা হুতাশ করছেন রীতিমতো।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in