What’s Features:আর নম্বর পাবে না হ্যাকাররা!Whats App নতুন আপডেট ফিচার নিয়ে আসছে

Share

মেদিনীপুর 22 সে নভেম্বর:

এবার ফিচারে বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। নিরাপত্তার সঙ্গেই এবার তথ্য ও সুরক্ষিত রাখতে অ্যাপ আপডেট করতে চলেছে।বর্তমানে হোয়াট্সঅ্যাপে চ্যাট করলেই সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবহার কারীর ফোন নম্বর পেয়ে যান। ফলে অচেনা অজানা ব্যক্তির কাছে ফোন নম্বর চলে যাওয়ার ঝুঁকি রয়েছে ষোলো আনা। এ বার অ্যাপ আপডেটে এই নিয়মের বদল আনতে চলেছে সংশ্লিষ্ট টেক সংস্থা।

নতুন বছরের আগেই সুখবর দিল সোস্যাল মাধ্যম হোয়াটসঅ্যাপ।হোয়াট্‌সঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে অ্যাপ আপডেট করতে চলেছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট।সূত্রের খবর অনুযায়ী,হোয়াটস অ্যাপ নতুন যে আপডেট আনছে, তাতে গ্রাহক কারও সঙ্গে ফোনে কথা বললে বা চ্যাট করলে তাঁর ফোন নম্বর জানতে পারবেন না ওই ব্যক্তি। তার বদলে ব্যবহারকারী একটি ‘ইউজ়ার নেম’ সেট করে রাখতে পারবেন। যিনি ফোন বা চ্যাটে কথা বলছেন, তিনি শুধুমাত্র গ্রাহকের ‘ইউজ়ার নেম’ দেখতে পাবেন, ফোন নম্বর নয়।সমাজ মাধ্যমের অনেক প্ল্যাটফর্মেই এই ধরনের ফিচার রয়েছে। উদাহরণ হিসাবে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রামের কথা বলা যেতে পারে। এই প্ল্যাটফর্মগুলিতে অ্যাকাউন্ট লক করেও রাখতে পারেন গ্রাহক। সে ক্ষেত্রে তাঁর কোনও তথ্যই দেখতে পান না অন্য ব্যবহারকারীরা।

টেক বিশ্লেষকদের দাবি অনুযায়ী,হোয়াট্‌সঅ্যাপ নতুন যে আপডেটটি আনছে, তাতে বিরাট কোনও বদল ঘটবে, এমনটা নয়। তবে কথা বলার অ্যাপটির নিরাপত্তার চাদর যে পুরু হবে, তা বলাই বাহুল্য। সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের সংখ্যা যে ভাবে হু-হু করে বাড়ছে, তাতে এই বাড়তি সুরক্ষার আলাদা গুরুত্ব রয়েছে। সংশ্লিষ্ট আপডেটটি ২০২৬ সালের শেষের দিকে আসবে বলে সূত্র মারফত মিলেছে খবর। তত দিন পর্যন্ত অচেনা অজানা কোনও ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলা বা চ্যাট করার সময় ব্যবহারকারীদেরই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন গ্যাজেট বিশ্লেষকেরা ব্যবহার কারী নিরাপত্তার স্তর বাড়াতে নতুন আপডেট আনছে হোয়াট্সঅ্যাপ। ফলে আগামী দিনে ফোন কল বা চ্যাটিংয়ের সময় কোনও ভাবেই দেখা যাবে না গ্রাহকের মোবাইল নম্বর।

এর ফলেই হ্যাকাররা বিভ্রান্ত হবে এবং সহজেই হ্যাক করতে পারবে না এই ধরনের অ্যাপস বলেই ধারণা বিশেষজ্ঞদের।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in