নিজস্ব প্রতিনিধি,ভাদুতলা:
মঙ্গলবার ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল (উ.মা)-এ রিডিং কর্নার, মনের কথার ঝাঁপি এবং রাইটার্স ক্লাব ‘জাগরি’র উদ্বোধন হলো বিদ্যালয়ের রবীন্দ্র মঞ্চে।এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী।উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক এবং লোকসংস্কৃতি গবেষক ড মধুপ দে,বিশিষ্ট কবি ও ছড়াকার বিদ্যুৎ পাল,বিশিষ্ট কবি অভিনন্দন মুখোপাধ্যায়, বিশিষ্ট কবি রামকৃষ্ণ মহাপাত্র এবং বিশিষ্ট কবি এবং জীবন দর্পণ পত্রিকার সম্পাদক ড. প্রসূন কুমার পড়িয়া।
মূলত রাইটার্স ক্লাব ‘জাগরী’র প্রাথমিক সদস্য সদস্যা সংখ্যা ১১৭ জন।একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সদস্য সদস্যারা পরে যুক্ত হবে।উপস্থিত সবাই বর্তমান প্রেক্ষাপটে পড়ার এবং লেখার অভ্যাস হারিয়ে ফেলার নিরিখেই এই রাইটার্স ক্লাব এবং রিডিং কর্নার এবং ‘মনের কথার ঝাঁপি’ উদ্বোধন করার প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং তার বিভিন্ন দিক তুলে ধরেন।উপস্থিত সবাই আগামী দিনে লেখার এবং পড়ার অভ্যাস কিভাবে বাড়ানো যায় তার দিক নির্দেশ করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী পরিচালন সমিতির সভাপতি স্বদেশ কুমার সামন্ত সহ বিদ্যালয় এর সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীবৃন্দ আগামী দিনে এই ক্লাবের নিয়মিত চর্চার মাধ্যমে তাদের লেখা এবং পড়ার অভ্যেসকে আরও ভালো করে গডে তুলতে সচেষ্ট হওয়ার বার্তা দেন।রিডিং কর্নারে যেমন বিভিন্ন সংবাদপত্র পাক্ষিক ও মাসিক পত্রপত্রিকা থাকবে,ঠিক তেমনি মনের কথার ঝাঁপিতে তাদের মনের বিভিন্ন দিকের কথা ছাত্রছাত্রীরা মেলে ধরতে পারবে।
প্রথম দিনেই প্রায় চল্লিশটি মনের কথা মূলক লেখা ঝাঁপিতে জমা পড়ে।সেগুলো পরবর্তী ক্ষেত্রে তাদের সামনে শেয়ার করা এবং উন্নতিকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়।