
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
অবশেষে মেদিনীপুর জেলার নাম উজ্জ্বল করল ২১ বছরের ছোট্ট আফরিন। দীর্ঘ দুর্গম পথ অতিক্রম করে দুঃসাহস দেখিয়ে ১৩ ঘন্টা ৪৫ মিনিটে ইংলিশ চ্যানেল জয় করল সে।যা নিয়ে উচ্ছ্বসিত মেদিনীপুর শহর ও জেলা।তার বন্ধুবান্ধব পরিবার স্কুলের কলেজের শিক্ষক শিক্ষিকা সহ শুভেচ্ছা জানালো জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও বিধায়ক সাংসদরা।

অবশেষে দুঃসাহস দেখিয়ে স্বপ্ন পূরণ করল মেদিনী-পুরের আফরিন জাবি।যা নিয়ে শুভেচ্ছার ঝড় মেদিনীপুর জুড়ে।এদিন সকাল থেকে রাত অব্দি সবার নজর ছিল আফরিনের দিকে।মূলত ২১ বছর বয়সী মেদিনীপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আফরিন জাবি।তার ছোট থেকেই স্বপ্ন ছিল ইংলিশ চ্যানেল পার হওয়া।সেই স্বপ্ন সফল করলো সে।মঙ্গলবার রাত সাড়ে ৯ টা নাগাদ ইংলিশ চ্যানেল জয় করেন আফরিন।এই খবর মিলতেই উচ্ছ্বসিত মেদিনীপুরবাসী।এই ইংলিশ চ্যানেল জয় করতে আফরিনের সময় লেগেছে ১৩ ঘন্টা ৪৫ মিনিট।এই নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ জানান,অখণ্ড মেদিনীপুরের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি।সাহসিনী আফরিন দুর্গম ইংলিশ চ্যানেল জয় করেছেন।যাতে ওর সময় লেগেছে ১৩ ঘন্টা ৪৫ মিনিট।’’ তিনি এও বলেন মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে আফরিন ইংল্যান্ডের ডোভার থেকে সাঁতার কাটা শুরু করেন।

ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রিস-নেজ় পর্যন্ত (ডোভার প্রণালী) প্রায় ৩৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তাঁর সময় লেগেছে প্রায় ১৩ ঘন্টা ৪৫ মিনিট।যা আফরিনের ক্ষেত্রে আশাতীত সাফল্য বলেও মনে করেন মেদিনীপুর সুইমিং ক্লাবের এই প্রশিক্ষক।যদিও এই ঘটনায় সারা মেদিনীপুরবাসীর পাশাপাশি আফরিনকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলি কাদেরি,জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার,মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া,মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা,পুরপ্রধান সৌমেন খান সহ মেদিনীপুর কলেজের শিক্ষক শিক্ষিকা ও বন্ধু-বান্ধবরা।

অন্যদিকে এই খবর আসামাত্র খুশি আফরিনের পরিবার।আফরিনের বাবা শেখ পিয়ার আলী বলেন,”একটু অসুস্থ হয়ে পড়েছিল মাঝেও তার চিকিৎসা চলছে।তবে এই জয়ে আমরা উচ্ছ্বসিত।