Debra Agitation: বিজেপির সভায় তৃণমূলের হামলার অভিযোগ!আহত মন্ডল সভাপতি,পাল্টা অভিযোগ তৃণমূলের

Share

ডেবরা 15 ই ডিসেম্বর:

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ডেবরা। বিজেপির অভিযোগ তাদের সভা চলাকালীন মিছিল করে এসে অতর্কিতে আক্রমণ করে তৃণমূল। আর তাতে আহত হয়েছে মন্ডল সভাপতি। যদিও পাল্টা অভিযোগ করেছে শাসক দল তৃণমূল।তাদের অভিযোগ মিথ্যে অভিযোগ করা বিজেপির স্বভাব।

বিজেপির সভাতে মিছিল করে হামলা,ভাংচুর করা হয় দলীয় কার্যালয়ে চেয়ার টেবিল,আহত মন্ডল সভাপতি, অভিযোগের তির তৃণমূলের দিকে,অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ তৃণমূলের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ নং ভরতপুর গ্রাম পঞ্চায়েতের বৌলাসিনী বাজার এলাকায়।এইদিন সন্ধ্যায় ওই এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার একটি সভা ছিল।সেই সভা চলাকালীন তৃণমূল কংগ্রেসের লোকজন হঠাৎ করেই তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ভাঙা হয় চেয়ার টেবিল।আহত বিজেপির মন্ডল সভাপতি,বর্তমানে তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস জানান আমাদের সভা চলাকালীন তৃণমূলের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়,আমরা ডেবরা থানায় অভিযোগ জানাবো।

অপরদিকে এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার নেতা বিবেকানন্দ মুখার্জি জানান এটা তৃণমূলের কালচার নয়, বিজেপি মিথ্যে অভিযোগ করছে, অভিযোগ ভিত্তিহীন,আমরা বিষয়টি খতিয়ে দেখছি।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in