
নিজস্ব প্রতিনিধি,শালবনি:
গরম পড়তেই রোগের প্রাদুর্ভাব।রোগ থেকে বাঁচতে ধান্যশোল হাইস্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণির ২০০ জনের থ্যালসেমিয়া পরীক্ষা বিদ্যালয়ে। উদ্যোক্তা সংকল্প ওয়েলফেয়ার সোসাইটি।

এইদিন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের অন্তর্গত ধান্যশোল যোগদা সৎসঙ্গ মঙ্গলময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা শিবির সংকল্প ওয়েল ফেয়ার সোসাইটির সহযোগিতায় সম্পন্ন হল।প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী এই শিবিরে অংশ গ্রহন করেছিল।অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাঁতরা।উপস্থিত ছিলেন সংকল্প সোসাইটির সুতপা বেরা,সম্পাদক তরুণ চক্রবর্ত্তী,সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ এবং ব্লক প্রশাসন এর তরফ থেকে ডক্টর শ্রী সৌভিক মুদি,মেডিক্যাল টেকনোলজিস্ট উত্তম মল্লিক ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগন।

এই বিদ্যালয়ের উৎসাহী শিক্ষক সুমন জিৎ দে কে শুধু ধন্যবাদ নয় অন্যান্য সিনিয়র ও জুনিয়র শিক্ষক শিক্ষিকাদেরও অকুন্ঠ সহযোগিতায় এই শিবির টি সুন্দর ভাবে পালিত হয়।