নিজস্ব প্রতিনিধি,গড়বেতা:
গ্রাম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে স্কুল যাতায়াত সেই সঙ্গে এই ভরা বর্ষায় কাদা মাড়িয়ে সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে জয় করেছে নিবেদিতা।এবারে উচ্চমাধ্যমিকে সাফল্য এসেছে তার ঝুলিতে। ব্লকের মধ্যে প্রথম হয়ে নজর কেড়েছে গোটা গ্রামের।এরকম সফল পড়ুয়াকে সম্মান জানালো গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের এবিটিএ আঞ্চলিক শাখা।এদিন সদস্যরা উপস্থিত হয় তার বাড়িতে ফুল মিষ্টি, ম্মারক, ফুলের চারা এবং উত্তরীয় নিয়ে।পড়াশোনার জন্য ২০০০ টাকা দেওয়ার পাশাপাশি সারা জীবন পাশে থাকার অঙ্গীকার সদস্যদের।
উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে নিবেদিতা, এবার তার পাশে দাঁড়ালো গড়বেতা ৩ নং ব্লকের চন্দ্রকোনা রোডের নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA) র সদস্যরা।মূলত ৪৭২ নম্বর পেয়ে ব্লকে প্রথম হয়েছে রসকুন্ডু হাই স্কুলের ছাত্রী নিবেদিতা লাহা। নিবেদিতার এই সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষ সহ গোটা গ্রামবাসী এবং জেলার মানুষজন। তাই এবার সেই নিবেদিতা কে সম্বর্ধনা দিল এ বি টি।এইদিন তার গ্রাম নেড়েকোপাতে গিয়ে উত্তরীয়,পুষ্প স্তবক সেই সঙ্গে স্মারক তুলে দেওয়া হয়।পাশাপাশি মিষ্টি, ফুলের চারা এবং পড়ার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য দুই হাজার টাকা উপহার দেওয়া হয়।এরই সঙ্গে আগামী ভবিষ্যতে নিবেদিতার পাশে থাকবে ABTA চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখা এই প্রতিশ্রুতি দেন,আঞ্চলিক শাখার সম্পাদক তথা পশ্চিম মেদিনীপুর জেলা শাখার জেলা কমিটির সদস্য উত্তম মান্না।অন্যদিকে বহু প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে জয় করে নিবেদিতার অসামান্য সাফল্যে খুশি তার বাবা-মা-দিদি,পরিবার পরিজন, আত্মীয়,স্বজন ও আপামর এলাকাবাসী,তার গৃহ শিক্ষকগন এবং তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা – শিক্ষাকর্মীবৃন্দ।
এই দিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ABTA এর আঞ্চলিক শাখার সভাপতি স্বপন মন্ডল,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সোনালী সিংহ ভট্টাচার্য, জোনাল সহ-সম্পাদক জাকীর হোসেন খাঁন,জোনাল নেতৃত্ব পিন্টু বাগ ও রসকুন্ডু হাই স্কুলের শিক্ষক অমল ঘোড়াই ,দুই গৃহ শিক্ষক সন্তুবাবু এবং বসন্তবাবু এবং গ্রামের দুই বর্ষীয়ান শুভানুধ্যায়ী মৃত্যুঞ্জয় ঘোষ ও রনজিৎ ঘোষ প্রমুখ৷