নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
দেশে যে বিজেপি সরকার চলছে সেই বিজেপির সরকার আমাদের সংবিধানটাকেই পাল্টে দিতে চাইছে,মানুষের মৌলিক অধিকার গুলি থেকে মানুষ বঞ্চিত হচ্ছে।মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।ভীমরাওজি রামাজি আম্বেদকরের ৬৮তম প্রয়াণ দিবসের অনুষ্ঠান থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করল তৃণমূল কংগ্রেস।
মূলত শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম শহরে জেলা দলীয় কার্যালয়ে ঝাড়গ্রাম জেলা এসসি,ওবিসি তৃণমূল কংগ্রেস সংগঠনের পক্ষ থেকে আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করা হয়।উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি চূড়ামণি মাহাতো, ডিপিএসসি এর চেয়ারম্যান জয়দীপ হোতা,ঝাড়গ্রাম জেলা এসসি,ওবিসি তৃণমূল কংগ্রেস সংগঠনের জেলা সভাপতি রেখা মন্ডল,ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশিস মাহাতো, ঝাড়গ্রাম জেলা এসসি,ওবিসি তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক প্রদীপ রানা,6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব সিট,তৃণমূলের বর্ষিয়ান নেতৃত্ব কল্লোল তপাদার সহ অন্যান্য নেতৃত্বরা।
এই নিয়ে মহাশিস মাহাতো বলেন,”দেশে যে বিজেপি সরকার চলছে সেই বিজেপির সরকার আমাদের সংবিধানটাকেই পাল্টে দিতে চাইছে।মানুষের মৌলিক অধিকার গুলি থেকে মানুষ বঞ্চিত হচ্ছে।মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।তাই আজকের এই দিনটি খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ”।রেখা মন্ডল বলেন,”রাজ্য নেতৃত্বে নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও আমাদের সংগঠনের পক্ষ থেকে আম্বেদকরজির ৬৮ তম প্রয়াণ দিবস পালন করা হয়”।জয়দীপ হোতা বলেন ,” বি আর আম্বেদকর আজকের দিনে আমাদের সমাজের কাছে খুবই প্রাসঙ্গিক।পশ্চিমবাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আজকের দিনেও দলিতদের হেও করা হয়।সেই জায়গায় মানুষকে সচেতন করার জন্য আজকের দিনে বি আর আম্বেদকরকে স্মরণ করা অত্যন্ত প্রয়োজন”।
অন্যদিকে চূড়ামনি মাহাতো বলেন,”আমরা আজকের দিনে দেখছি জাত নিয়ে রাজনীতি করছে বিজেপি।আমাদের মুখ্যমন্ত্রী জাতের রাজনীতি করে না । সব সময় সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়ে থাকেন”।