
নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
হাতে মাত্র একটা দিন এরপরই ২১ শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে বক্তব্য রাখবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।১৩ জন শহীদের স্মরণে স্মরণ সভা করবেন তৃণমূল নেত্রীসহ তৃণমূল কংগ্রেস।এখন জেলায় জেলায় চলছে তারই সমর্থনে মিটিং মিছিল।এদিন ঝাড়গ্রামে বিরাট মাপের একটি মিছিল করল তৃণমূল কংগ্রেস।

শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের ৭ নম্বর পেটবিন্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেটবিন্ধি এলাকায় একুশে জুলাই এর সমর্থনে প্রস্তুতি মিছিলের আয়োজন করা হয়। ওই প্রস্তুতি মিছিলে এলাকার সর্বস্তরের মানুষ সামিল হয়েছিলেন।প্রস্তুতি মিছিলে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিংকু পাল,তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র,পেটবিন্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শংকর প্রসাদ দে,অঞ্চলের সহ সভাপতি অমৃত ঘোষ,অঞ্চল তৃণমূলের নেত্রী মণিকা চন্দ মাইতি সহ প্রায় ৫০০ তৃণমূল তৃণমূল কর্মী সমর্থকরা। উপস্থিত তৃণমূল সভাপতি শঙ্কর প্রসাদ দে বলেন, আগামী একুশে জুলাই কোলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য এলাকা থেকে হাজার হাজার মানুষ যাবেন।

একুশে জুলাই মানে নতুন চিন্তা,নতুন ভাবনা, নতুন দিশা,তাই সর্বস্তরের মানুষকে ওই মিছিল থেকে একুশে জুলাই কোলকাতার ধর্মতলার শহীদ স্মরণ সভায় যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।