Keshiary Insident: জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত 1 আহত 1 চাষি

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

টানা বৃষ্টি আর তার মধ্যেই ঘনঘন পড়ছে বাজ।আর সেই বাজের আঘাতে মৃত্যু হল এক চাষীর,আহত হলেন আরেকজন।যদিও এই ঘটনায় তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

বাজ পড়ে মৃত

জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল একজনের। বুধবার দুপুরে কেশিয়াড়ির সহরিয়া এলাকার ঘটনা।মৃত্যু হয়েছে পরেশ মালিক নামে ৬৬ বছরের এক ব্যক্তির। আহত হয়েছেন আরও একজন।জানা গেছে,এদিন মাঠে কাজ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি সহ পরিবারের আরোও লোকজন।আর তারপর দুপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামে।তখনই বাজ পড়ে ওই ব্যক্তির উপর।এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যাক্তির।এই ঘটনায় আহত হন পাশের একজন।তাদের সকল কে উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।যদিও চিকিৎসক সেখানেই একজনকে মৃত ঘোষণা করেন।অপর একজনের চিকিৎসা চলছে।মৃত ব্যক্তি সহরিয়া এলাকার বাসিন্দা জানা যায়।এই ঘটনায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মৃতের ভাই বলে আমরা মজুরদের কে নিয়ে জমিতে কাজ করছিলাম।খাবার নিয়ে এসেছিল ছেলে এবং দাদা কাজ করছিল পাশেই।হঠাৎই বিকট আওয়াজ হয় এবং ছেলে আমাকে বলে দাদা পড়ে গিয়েছে।এরপর আমরা ছুটে গিয়ে নাড়াচাড়া করে দেখি দাদা আর কোন কথা বলছে না।ঘটনাস্থলে দাদার মৃত্যু হয়।এরপর আমরা হাসপাতালে দৌড়ে নিয়ে যায় দাদাকে।আমরা গরীব মানুষ সরকারের উচিত আমাদের ক্ষতিপূরণ দেওয়া।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in