নিজস্ব প্রতিনিধি,আনন্দপুর:
সকাল সকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ।যার জেরে আহত হল ড্রাইভার সহ বাস যাত্রীরা।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার বুড়াপাট এলাকায়।যদিও এই ঘটনায় বাস যাত্রীরা অল্প-বিস্তর আহত হন।পুলিশের পাশাপাশি উদ্ধারে হাত লাগান স্থানীয়রা।এলাকায় যানজটের সৃষ্টি।
বাস দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার বুড়াপাট এলাকায়।রাস্তার উপর দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে ধাক্কা দিল যাত্রীবাহী বাস।আর তাতেই আহত অনেকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরবেলা চন্দ্রকোনা টাউন থেকে মেদিনীপুর দিকে যাচ্ছিল এই যাত্রীবাহী বাসটি।যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই আনন্দপুর থানার বুড়াপাট এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি।যার ফলে বাসে থাকা যাত্রীদের অল্পবিস্তর আঘাত লাগে।কোমরে চোট পান বাসের চালক।স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে কেশপুর ও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্র।ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ পৌঁছে বাসটিকে রাস্তার থেকে সরিয়ে দেওয়া দেয় সেই সঙ্গে যানজট মুক্ত করে।