Hemchandra Kanungo: স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র কানুনগো’র 155 তম জন্ম দিবস উপলক্ষে নানা কর্মসূচি ভগবতী দেবী শিক্ষা প্রতিষ্ঠানের

Share

নিজস্ব প্রতিনিধি,বেলদা:

বৃহস্পতিবার অগ্নিযুগের অস্ত্রগুরু ও স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র কানুনগোর ১৫৫ তম জন্ম দিবস উপলক্ষে বড় মোহনপুর ভগবতী দেবী নারী কল্যাণ সমিতি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সারাদিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হলো।

ভগবতী দেবী পি টি টি আই এর উদ্যোগ, ভগবতী দেবী শিক্ষা নিকেতন ও কেলেঘাই ও বাঘুইপাড়ের মিঠা ভাষা চর্চা কমিটির সহযোগিতায় সহযোগিতায় খাকুড়দা বাসস্ট্যান্ডে স্বাধীনতা সংগ্রামীর আবক্ষ মূর্তিতে প্রভাতী মাল্যর্পণ করেন কলেজের পক্ষে অধ্যক্ষ ড.সিদ্ধার্থ মিশ্র এবং ভাষা চর্চা সংস্থার পক্ষে শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র এবং সাংবাদিক বিশ্ব সিন্ধু দে।এরপর ভগবতী দেবী শিক্ষা নিকেতনের প্রাথমিক বিভাগের শিশু শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয়,স্বাস্থ্য পরীক্ষা,স্বাস্থ্য সচেতনতা শিবির ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: অংশুমান মিশ্র।শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের উপস্থিতিতে ডা: অংশুমান মিশ্র স্বাধীনতা সংগ্রামীর জন্ম দিবসে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করেন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য কিছু মূল্যবান পরামর্শ দেন।

ভগবতী দেবী শিক্ষা নিকেতন (মাধ্যমিক বিভাগ) এবং ভগবতী দেবী পি টি টি আই এর শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজে নির্মিত অস্ত্রগুরুর তথ্যচিত্র প্রদর্শিত হয়।তথ্যচিত্র প্রদর্শন শেষে হেমচন্দ্রের জীবন, শিক্ষা, সংস্কৃতি তে অবদান এবং দেশের প্রতি তার আত্মত্যাগ বিষয়ে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিভাগীয় প্রধান সুমনা মাইতি বলেন, “স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হেমচন্দ্র কানুনগো আজও কতটা উপেক্ষিত থেকে গেছেন।বিএড বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক সমর মাইতি বলেন স্বদেশ প্রেমী এই বীর বিপ্লবী ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার স্কেচ তৈরি করেন বিদেশের মাটি থেকে।”এই আলোচনা সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শংকর মিশ্র।এছাড়াও উপস্থিত ছিলেন ডি এল এড বিভাগের বিভাগীয় প্রধান সুমনা মাইতি ও ডি এল এড এবং বি.এড বিভাগের ছাত্র-ছাত্রী বৃন্দ।

স্কুল এবং কলেজের ডি এল এড, বি এড বিভাগের ছাত্র-ছাত্রীদের বক্তব্যের মধ্য দিয়ে নানান গুরুত্বপূর্ণ অজানা তথ্য উঠে আসে।এই অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সভার সভাপতি অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শংকর মিশ্র মহাশয় তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সুশিক্ষা, সুস্বাস্থ্য,দেশপ্রেম,মূল্যবোধ ইত্যাদি বিষয়ে উপযুক্ত বিকাশ হওয়া জরুরি।তিনি বলেন হেমচন্দ্র কানুনগো ছিলেন একজন উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামী যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন অথচ এই মহতী বীর সন্তানকে আমরা কেউ তেমন ভাবে মনে রাখিনি।

তাই তিনি সভায় উপস্থিত সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন অন্যান্য বিপ্লবীদের মত আমরাও যেন হেমচন্দ্র কানুনগো’ র জন্ম দিবস আড়ম্বর সহিত পালন করি।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in