নিজস্ব প্রতিনিধি,খড়গপুর :
কলকাতা সমাবেশের উদ্দেশ্যে এবার দেওয়াল লিখলেন বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি খড়্গপুরের মাতকাত পুর এলাকায় এই সমাবেশের উদ্দেশ্যে দেওয়াল লেখেন যেখানে দেওয়াল লেখার মাধ্যমে তিনি আহ্বান জানান সকল মানুষকে ব্রিগেড সমাবেশ যাওয়ার জন্য।
আগামী ২৯ তারিখ কলকাতায় ব্রিগেড সমাবেশ করতে চলেছে বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব।সেখানে বক্তব্য রাখতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্ব ভারতীয় নেতা অমিত শাহ। ইতিমধ্যে সেই ব্রিগেড সমাবেশ কে সফল করার জন্য সর্বাঙ্গিকভাবে উঠে পড়ে লেগেছে জেলায় জেলায় বিজেপির কর্মকর্তারা। মেদিনীপুরেও প্রচার,সমাবেশ,মিটিং,মিছিল চলছে জোর কদমে।এই প্রচারে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী।এদিন কলকাতা সমাবেশ কে সফল করার জন্য দেওয়াল লিখলেন বিজেপি সর্বভারতীয় নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলিপ ঘোষ।খড়গপুরের মাতকাতপুর এলাকায় তিনি দেওয়াল লেখেন এবং সেখানে লেখার মাধ্যম দিয়ে সকল মানুষকে যাওয়ার আহ্বান জানান।মূলত নিজেদের দাবি-দাওয়া মিটিয়ে নিতে এবং সকল রকম দুর্নীতির জবাব চাইতেই যেতে হবে এই সমাবেশে বলে দাবি এই সর্বভারতীয় নেতার। অন্যদিকে জেলার সহ-সভাপতি সংকর গুছাইত জানিয়েছেন এই সমাবেশ সফল করার জন্য সকল মানুষকে আমন্ত্রণ। তিনি বলেন সকল দুর্নীতির রানী মমতা ব্যানার্জি তাই ব্রিগেডে থেকে আমাদের স্লোগান এমন তুলতে হবে যাতে নবান্নর ১৪ তলা অব্দি সেই স্লোগানের আওয়াজ পৌঁছয়।আমরা চাই সকল চোর ডাকাতদের শাস্তি হোক।