
নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:
প্রতি বছরের মতো এ বছরও 70 তম সমাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো খড়গপুর আইআইটিতে।এই সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন সান ডিয়াগো এর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির উপাচার্য প্রদীপ কুমার খোসলা এবং UGC গ্রান্ট কমিশনের ভাইস চ্যান্সেলর ভূষণ পটবর্ধন।এই অনুষ্ঠানে 13 টি প্রাক্তনী অ্যাওয়ার্ড সহ বিজ্ঞান,একাডেমিয়া, শিক্ষা,গবেষণা এবং সমাজে অসামান্য অবদানের জন্য 7 জন life fellow অ্যাওয়ার্ড এবং একজন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান।
প্রতিবছরের মতো এ বছরও নির্দিষ্ট কর্মসূচি মেনেই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো খড়গপুর আই আই টি তে।এই এইদিন এই 70 তম সমাবর্তন অনুষ্ঠানে মোট 3456 ডিগ্রি ধারি কে সংবর্ধিত করা হয়। 13 টি প্রাক্তনী অ্যাওয়ার্ড সহ বিজ্ঞান,একাডেমিয়া, শিক্ষা,গবেষণা এবং সমাজে অসামান্য অবদানের জন্য 7 জন life fellow অ্যাওয়ার্ড এবং একজন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান।এইদিন বিশেষ অতিথি হিসাবে ছিলেন সান ডিয়াগো এর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির উপাচার্য প্রদীপ কুমার খোসলা এবং UGC গ্রান্ট কমিশনের ভাইস চ্যান্সেলর ভূষণ পটবর্ধন।এছাড়া ও ছিলেন IIT এর বিশিষ্ট অধ্যাপকরা।এদিন এই পুরস্কার এবং সম্মান পেয়ে খুশি পড়ুয়াসহ অধ্যাপক অধ্যাপিকারা।


এদিন বক্তব্য রাখতে গিয়ে সান ডিয়াগো এর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির উপাচার্য প্রদীপ কুমার খোসলা ভুয়সী প্রশংসা করেন খড়্গপুর আইআইটির।এরই সঙ্গে খড়গপুর প্রাক্তনীদের কাজকর্মের কথা উল্লেখ করেন।নব্য পড়ুয়াদের ডিগ্রি অর্জন করে দেশের নাম উজ্জ্বল করার আহ্বান জানান। অন্যদিকে UGC গ্রান্ট কমিশনের ভাইস চ্যান্সেলর তথা আয়ুষের ন্যাশনাল রিসার্চার প্রফেসর ভূষণ পটবর্ধন এদিন এই অ্যাওয়ার্ড তুলে দেওয়ার পাশাপাশি আইআইটির প্রাক্তনীদের নিয়ে আলোচনা করেন,আলোচনা করেন বর্তমান পড়ুয়াদের নিয়ে।

তিনি বলেন দেশের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে তথ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেন।