Ward 14 project:তিন বছরে 1 কোটি প্রকল্পের কাজ জমা দিলেন অর্পিতা রায় নায়েক !রয়েছে জল রাস্তা ড্রেন ও এলাকার উন্নয়নের কাজ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

তিন বছরের কাউন্সিলারের দায়িত্ব,হাতে এখনো দুবছর কিন্তু ওয়ার্ডের উন্নয়নের বিশেষ ভূমিকা নিলেন মেদিনীপুর পৌরসভার মহিলা কাউন্সিলর।ওয়ার্ডে অন্যান্য কাজের পাশাপাশি প্রায় এক কোটি টাকার প্রকল্প জমা দিলেন পৌরসভায় এই 14 নং ওয়ার্ড কাউন্সিলর অর্পিতা রায় নায়েক।এদিন সাংবাদিকদের ডেকে করলেন সাংবাদিক বৈঠক।

কাউন্সিলরের সাংবাদিক বৈঠক

মেদিনীপুর পৌরসভার এক অন্যতম ওয়ার্ড হলো 14 নং ওয়ার্ড।সাহেব পুকুর চক,পাটনা বাজার, চিড়িমারসায় সহ মজদুর পল্লী,তালমাল বস্তি নিয়ে এই ওয়ার্ড গঠিত।এই এলাকায় কাউন্সিলর রয়েছেন অর্পিতা রায় নায়েক।এই কাউন্সিলর হলেন দীর্ঘদিনের পুরানো প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা বিশ্বেশ্বর নায়েকের স্ত্রী।তিন বছর তিনি হাতে সময় পেয়েছেন এবং এলাকার বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেছেন।তিনি যেমন একদিকে ওয়ার্ড উন্নয়নে জল,রাস্তার ড্রেন,স্বাস্থ্য ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন ঠিক তেমনি প্রায় এক কোটি নতুন প্রকল্পের কাজ করার দাবি পত্র জমা দিলেন পৌরসভায়।যার মধ্যে রয়েছে এলাকার মানোন্নয়নে বিশেষ কাজের তদারকি।এদিন এক সাংবাদিক বৈঠকের মধ্যেই সেই কাজেরই খতিয়ান তুলে ধরলেন এই ওয়ার্ড কাউন্সিলর।তিনি বললেন ইতিমধ্যে ওয়ার্ডে ভিন্ন ভিন্ন জায়গায় চলছে জলের পাইপ ও মিটার লাগানোর কাজ।সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় রাস্তা বেহাল হয়ে পড়েছে।কিন্তু কাজ সম্পন্ন হয়ে যাবার পরেই তিনি পুরো রাস্তা একদম ঢালাই কংক্রিট করে দেবেন।এই কাজেরও টেন্ডার হয়ে গিয়েছে, শুধু সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত,এদিন তিনি তার নিজের বাড়ির অফিসে স্বামী বিশ্বেশ্বর নায়েক ও ওয়ার্ড কমিটিকে নিয়ে এই সাংবাদিক বৈঠক করেন।সেখানে সমস্ত তথ্যের পাশাপাশি কাগজপত্র তুলে দেন তিনি সংবাদ মাধ্যমের কাছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in