Medinipur Times:বিপ্লবী মেদিনীপুর টাইমস পত্রিকার উদ্যোগে শিক্ষা সামগ্রী প্রদান!38 তম বর্ষে শতাধিক পড়ুয়া পেল শিক্ষা সামগ্রী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

৩৮ তম বর্ষের মেধা পুরস্কারের অঙ্গ হিসেবে শিক্ষা সামগ্রী বিলি করা হলো বিপ্লবী মেদিনীপুর টাইমস পত্রিকার অফিস থেকে। ছোট্ট অনুষ্ঠান সুমধুর নৃত্য গীতে ভরে উঠল অনুষ্ঠান।বিশিষ্টজনদের পাশাপাশি পত্রিকা সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তীর দ্বারা প্রথম দফায় মোট ২৯ জনের হাতে বই খাতা পেন সহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

মেদিনীপুর শহর জেলা সহ অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের প্রাচীন দৈনিক পত্রিকা হল “বিপ্লবী মেদিনীপুর টাইমস”।শুধু খবর ছাপানো হয় সেই সঙ্গে বিভিন্ন সমাজসেবা মূলক অনুষ্ঠান দীর্ঘদিন ধরে করে আসছে এই পত্রিকার কর্মকর্তারা।এরই পাশাপাশি তারা করে আসছেন মেধা পুরস্কার।এই মেধা পুরস্কার এবারে ৩৮ তম বর্ষে পদার্পণ করলো আর তারই অঙ্গ হিসেবে এই দিন এই অফিস কার্যালয় থেকে বই খাতা পেন সহ শিক্ষা সামগ্রী প্রদান করা হলো দুস্থ মেধাবী পড়ুয়াদের।এদিন প্রথম দফায় পঞ্চম থেকে দশম শ্রেণী পড়ুয়াদের মধ্যে বই খাতা কলম সহ GK বই প্রদান করা হয়।এই বইগুলি হাতে তুলে দেন বিশিষ্ট সাহিত্যিক গবেষক মধুপ দে,শিক্ষিকা রুমা দত্ত, পত্রিকা সম্পাদক নিশিথ দাস,অমিত কুমার সাহু, সতীশ রাজবালি,সুধাময় সরকার,প্রবোধকুমার চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।এদিন দুই শিশু শিল্পী শাকা চক্রবর্তী ও পাহী চক্রবর্তীর মধুর সংগীতে মধ্য দিয়ে প্রথম দফায় ২৯ জনের হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

এই দিনের এই অনুষ্ঠানের মূল সঞ্চালনের দায়িত্বে ছিলেন অখিল বন্ধু মহাপাত্র,শ্রবনা চক্রবর্তী ও সর্বাণী চক্রবর্তী সহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান বিপ্লবী টাইমস পত্রিকার সম্পাদক তারা শংকর চক্রবর্তী।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in