নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
একসময় এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মায়ের,আর সেই স্মৃতিকে সামনে রেখে রক্তদান শিবির আয়োজন ২ নং ওয়ার্ডে দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশন।এইদিন ১৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে সামাজিক দায়িত্ব পালন করলেন।এই রক্তদান শিবিরে রক্তদাতা দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
২০১২ সালে এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মেদিনীপুর পৌরসভার ২ ওয়ার্ডের তৎকালীন বিখ্যাত কাউন্সিলর দেবী চক্রবর্তীর।এরপর প্রতিবছর মায়ের স্মৃতিতে রক্তদানে শিবির করে আসছে ছেলে নির্মাল্য চক্রবর্তী। এবছর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশন ।এদিন এই ওয়ার্ডে দেবী চক্রবর্তী পার্টি অফিসে এই রক্তদান শিবিরে আয়োজন করা হয়।যেখানে পুরুষ মহিলা মিলে প্রায় দেড়শ জন রক্তদাতা রক্তদান করেন।এই রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল বিধায়ক দিনেন রায়, তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা,আশীষ চক্রবর্ত্তী, ভানু পড়িয়া,সত্য পড়িয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা।মূলত এই দুঃসহ গরম এবং তীব্র দাবদাহে রক্তের সংকট লেগে রয়েছে মেদিনীপুর কলেজে ও হাসপাতালে।এরই সঙ্গে সঙ্গে সম্প্রতি দুমাস ধরে ভোট প্রক্রিয়া চলায় রক্তদান শিবিরের আয়োজন করতে পারছিলেন না উদ্যোক্তারা।এর।ফলে দুস্থ মানুষদের রক্তের চাহিদা ছিল ব্যাপক পরিমাণে।আর এই রক্ত সংকটে রক্তের যোগান দিতে এগিয়ে এলো দুই নং ওয়ার্ড দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশন।
এদিন প্রয়াত কাউন্সিলর দেবী চক্রবর্তীর পুত্র নির্মাল্য চক্রবর্তী বলেন,”মায়ের মৃত্যুর পর আমরা তার মৃত্যুকে স্মরণ করার জন্যই এই রক্তদান শিবিরের আয়োজন করে চলেছি। এরই সঙ্গে ওয়ার্ড আরও দুজন মারা গেছেন আজকে আমরা তাকেও স্মরণ করছি।এই বছর এই শিবিরে প্রায় দেড়শ জন রক্তদাতা রক্ত দিয়েছেন।আমরা চাই রক্তদান শিবিরের মধ্য দিয়ে মা বেঁচে থাকুক সকলের মধ্যে।