
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি এবং শিশু মৃত্যু সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন,”মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী অথচ এই ধরনের বড় ঘটনায় সঠিক তদন্ত না করেই কয়েকজন জুনিয়র ডাক্তারকে বলি দিয়ে সমস্যা সমাধান করে ফেলেন।আসলে মেদিনীপুর কলেজের সমস্ত ডিপার্টমেন্ট গুলি দগদগে ঘা হয়ে গিয়েছে।
মেদিনীপুরে দলীয় বৈঠকে এসে এবার মেদিনীপুর মেডিকেল কলেজের পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।তিনি চিকিৎসার অব্যবস্থা সেইসঙ্গে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন ও অভিযোগ করা নিয়ে মুখ্যমন্ত্রী কে তুলোধনা করলেন।সেই সঙ্গে বললেন মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত ডিপার্টমেন্ট গুলো দগদগে ঘা হয়ে পরিণত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য,মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়ে।যদিও এই ঘটনায় রোগীর পরিবার অভিযোগ দায়ের করে এক্সপায়ারি স্যালাইন এবং চিকিৎসার গাফিলতি।পরবর্তীকালে এই পাঁচ প্রসূতির মধ্যে মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু ঘটে।তড়িঘড়ি বাকি তিন প্রসূতি কে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। ইতিমধ্যে সেই পাঁচ প্রসুতির চারটে শিশুকে ছুটি দেওয়া হলেও রেখা সাউ নামে এক প্রসূতির সদ্যোজাতর শিশুর মৃত্যু ঘটে গতকাল।

আর অন্যদিকে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এই ঘটনা তদন্ত করে সরজমিনে খতিয়ে দেখে ছয় পিজিটি সহ ১২ ডাক্তারকে সাসপেনশন অর্ডার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে থানায় অভিযোগ করার নির্দেশ দেন।যা নিয়ে ফের নতুন করে আন্দোলনের হুমকি মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের।এই সমস্ত বিষয় নিয়ে এখন মেদিনীপুর মেডিকেল কলেজ দেশের শিরোনামে।যদি ওই দিন দলীয় কর্মসূচিতে এসে এই প্রসঙ্গে প্রশ্ন শুনে বিজেপির প্রাক্তন সাংসদ তথা নেতা দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা খারাপের কারণ মমতা ব্যানার্জি।এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে গেলেই মুখ্যমন্ত্রী সঠিক তদন্ত না করে কয়েকজনকে সাসপেন্ড করে বলি দিয়ে ঘটনা ধামাচাপা দিয়ে দেন। কারণ মুখ্যমন্ত্রী এই সমস্যার গভীরে যাওয়ার চেষ্টাও করেন না এবং এই সমস্যা নিয়ে তার কোন বক্তব্য থাকে না।

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলেন সব ডিপার্টমেন্ট গুলো এখন দগদগে ঘা হয়ে গিয়েছে। যদিও সবেরই দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী-স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সদ্যজাতের মৃত্যু নিয়ে তিনি বলেন বিষাক্ত ওষুধ ও স্যালাইনের জন্য এ ধরনের ঘটনা ঘটছে যা তিনি ধামাচাপা দিয়ে জুনিয়র ডাক্তারদের বলি করছেন।