নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মেদিনীপুরের সভা থেকে এবার অজিত মাইতি কে কটাক্ষ করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।তিনি বললেন গতবারের টিকিটের জন্য তিনি নাকি সুসাইড করতে গিয়েছিলেন। এবার মনে হয় হাসপাতালে ভর্তি হবেন,তবে টিকিট পেয়ে আমার বিরুদ্ধে জিতে দেখান,চ্যালেঞ্জ রইল।
মেদিনীপুরে বিজেপির কর্মসূচি ছিল চোর ধরো,জেল ভরো।সেই কর্মসূচি শেষে মেদিনীপুরের কালেক্টরেটে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।সেখানে মিছিল শেষ করার পর বক্তব্য রাখেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্য সভা থেকে তিনি তৃণমূলের বিধায়ক অজিত মাইতিকে চ্যালেঞ্জ করে বসলেন।তিনি বললেন “যদি দম থাকে তাহলে এবারেও টিকিট নিয়ে আমার বিরুদ্ধে এমপি ভোটে দাঁড়িয়ে জিতে দেখান”। আপনার হয়ে হয়তো কাটমানি,চোরেরা ভোটের প্রচারে নামবে কিন্তু আমার হয়ে খাটবে আমার একনিষ্ঠ,মাটি কামড়ে থাকা বিনা কারণে জেল খাটা বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বরা।এরই পাশাপাশি এইদিন অজিত মাইতি কে নিয়ে কটাক্ষ করতে গিয়ে বিজেপি নেতা বলেন অজিতবাবু টিকিট পায়নি বলে গতবারে সুসাইড করতে গিয়েছিলেন,এবারও না হয় হাসপাতালে ভর্তি হবেন।তবে জিতে দেখান আমার বিরুদ্ধে।