নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
২০২৪ এর লোকসভায় রাজ্য থেকে ৩৫টি সিটের দাবি কেন্দ্রীয় বিজেপি নেতা অমিত শাহর।তবে বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন চা চক্রে এসে এই মন্তব্য করেন এবং বলেন ৩৫ টা নয় এই রাজ্য থেকে আমরা এর থেকে বেশি সিট দেব এই লোকসভাতে। ছাড়াও গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন লোকসভাতে সবাই দ্বন্দ্ব ভুলে আমরা একসাথে লড়াই করব।
মেদিনীপুরের চা চক্রে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।জেলার বিজেপি নেতা কর্মীদের নিয়ে এক প্রস্থ চা চক্র সারেন।এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সাংবাদিকরা জিজ্ঞেস করেন পুরানো কর্মীরা বসে যাচ্ছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তা নিয়ে দিলীপ ঘোষ বলেন দলে সবাই যে পদ পাবে এমন কোন কথা নয়। দলে পদ সবার চিরদিন থাকবে,তাও সত্যি কথা নয়। আমার তো আজ কোন পদ নেই।একসময় আমি রাজ্য সভাপতি ছিলাম।আমাদের পার্টি পার্টি থেকে আমাকে সব পদ থেকে সরিয়ে দিয়েছে।তবুও আমি পার্টিতে আছি দলে আছি কর্মীদের সঙ্গে আছি।আমাদেরকে দ্বন্দ্ব ভুলেই একসাথে লড়াই করতে হবে। এছাড়াও তিনি বলেন আগামী ২৯ তারিখ কলকাতা জনসভায় সমস্ত বিষয় নিয়েই আলোচনা হবে এবং পুরানো নতুন কর্মীরা উপস্থিত হবেন সেই সভায়।লোকসভায় এর প্রভাব পড়া নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন লোকসভায় এর প্রভাব পড়বে না।কারণ আমরা সমস্ত দ্বন্দ্ব ভুলে এক জোট হয়ে লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব। যেখানে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৩৫ টা সিটের কথা বলেছে আমরা চাইবো ৩৫ টার বেশি সিট দিতে এই রাজ্য থেকে।