Exam Result:এক মাসে’অপরাজেয় মেধা অন্বেষণ- ২০২৩’র ফল প্রকাশ,অংশ নেয় প্রায় দু হাজার পরীক্ষার্থী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

পরীক্ষা গ্রহণের এক মাসের মধ্যেই প্রকাশিত হলো অপরাজেয় মেধা অন্বেষণ-২০২৩ এর চূড়ান্ত ফলাফল। গত শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরে ডিসিসিআই এর পূর্বতন সভাগৃহে আয়োজিত এক সভায় এই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।এই মেধা পরীক্ষায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর দেড় হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

উল্লেখ্য ‘অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন’ এর উদ্যোগে ২০২৩ এর ১৭ ই ডিসেম্বর গ্রামীণ এলাকার ১২ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।এই মেধা পরীক্ষায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর দেড় হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিল।এদিনের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মঙ্গল প্রসাদ মল্লিক, বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, সমাজকর্মী মণিদীপা পাল‌।আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন চিত্ততোষ পৈড়া,সুশান্ত জানা,সাব্বির হোসেন,অতনু ঘোষ,রাজকুমার রানা সহ অন্যান্যরা। অপরাজেয়-এর পক্ষ থেকে জানানো হয় প্রতি সেন্টারের বিভিন্ন ক্লাসে প্রথম হওয়া পরীক্ষার্থীদের পুরস্কৃত করা হবে এবং সমস্ত সেন্টার মিলিয়ে প্রতিটি ক্লাসের প্রথম, দ্বিতীয়,তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার পাশাপাশি এককালীন আর্থিক বৃত্তি প্রদান করা হবে।এদিনের অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য-সদস্যাগণ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি শিক্ষক চিত্ততোষ পৈড়া।


Share

dnews.in