Lok Adalat:জেলা আইনি পরিষেবার চতুর্থ জাতীয় লোক আদালতে 20 হাজার মামলার মিমাংসা!অংশ নিলেন 3 সাংবাদিক

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

নির্দিষ্ট কর্মসূচি এবং নির্ধারিত সময় অনুযায়ী চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হলো মেদিনীপুর জেলা আদালতে।এদিন এ লোক আদালতে প্রায় 35 হাজার মামলার শুনানি হয়। যদিও সর্বশেষে প্রায় কুড়ি হাজার মামলার নিষ্পত্তি করেন এই লোক আদালতের বিচারকরা।এই দিনের এই লোক আদালতে একদিনের বিশেষ বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন জেলার তিন সংবাদ মাধ্যমের কর্মী।

মামলা নিষ্পত্তির জন্য ভিড় লোক আদালতে

পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (DLSA) উদ্যোগে শনিবার মেদিনীপুর জেলা আদালত সহ জেলার মোট 5 টি কোর্টে অনুষ্ঠিত হল চতুর্থ তথা বছরের সর্বশেষ ‘জাতীয় লোক আদালত’ (4th National Lok Adalat)। মেদিনীপুর জেলা আদালতে 16টি, ঘাটালে 2টি, খড়গপুরে 2টি, দাঁতন ও গড়বেতা কোর্টে 1টি করে, সব মিলিয়ে এদিন মোট 22 টি লোক আদালতের বেঞ্চ বসে। মামলা ওঠে প্রায় 35 হাজার।বলাই বাহুল্য এই সমস্ত মামলা গুলির মধ্যে বেশিরভাগই ছিল ব্যাঙ্ক লোন সংক্রান্ত। এছাড়াও, মোটর ভেহিকেল, জমিজমা সংক্রান্ত মামলাও ওঠে। বেশিরভাগ মামলারই এদিন নিষ্পত্তি হয়েছে বলে শনিবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা সিভিল জজ (সিনিয়র ডিভিশন) সাহিদ পারভেজ।তিনি এও জানিয়েছেন, “আজকে খুব ভালো সাড়া পাওয়া গেছে।

এইদিন বাদী-বিবাদী দুই পক্ষের উপস্থিতিতে 20 হাজারের বেশি মামলার সুষ্ঠু সমাধান বা ফায়সালা হয়েছে।”জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী বছর মার্চ মাসে পরবর্তী ‘লোক আদালত’ (National Lok Adalat) অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য,এই লোক আদালতে প্রতি তারিখে স্পেশাল করে বিচারক নিয়োগ করা হয়।যারা একদিনের জন্য বিচারক হন এবং বিভিন্ন মামলা শোনেন,দিনের শেষে রায় দেন। এদিনের জাতীয় লোক আদালতে মেদিনীপুরের জেলার তিন সংবাদ মাধ্যমের কর্মীকে নেওয়া হয়েছিল একদিনের বিশেষ বিচারক হিসেবে।এরা হলেন বহুল প্রচলিত সংবাদ মাধ্যম টিভি নাইনের সাংবাদিক দেবব্রত সরকার,পিটিআইয়ের সাংবাদিক অর্ণব দাস ও বেঙ্গল পোস্ট নামক নিউজ পোর্টালের মনিরাজ ঘোষ।একদিনে বিচারক হতে পেরে স্বভাবতই খুশি এই তিন সংবাদ মাধ্যমের কর্মী।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in