
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুরে ফ্রাঙ্ক ওরাল ডে পালন সেই সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৬০ জন রক্তদাতা রক্ত দান করলেন এই শিবিরে। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক, কাউন্সিলর সহ উদ্যোগপতি এবং বিশিষ্ট মানুষজনেরা।

ক্রিকেটে এসোসিয়েশন অফ বেঙ্গল এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেই সঙ্গে ফ্রাঙ্ক ওরেল ডে পালন করলো মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। এই উপলক্ষে ৪৫ তম রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে।এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন।এই রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য সংকর সড়ঙ্গি,মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা,খড়গপুর বিধায়ক দিনেন রায়,প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায়,খেলোয়াড় ইতি বর্মন,বিশিষ্ট উদ্যোগপতি উদয় রঞ্জন পাল সহ বিশিষ্টজনেরা।সকাল থেকেই এই রক্তদান শিবিরে হাজির হয়েছিলেন উৎসাহী মানুষজন। এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা দায়িত্বে ছিল সঞ্জীত তোরই। রক্তদাতাদের ফুল দিয়ে,মাথায় টুপি পরিয়ে রক্তদানের ব্যাচ লাগিয়ে সম্বর্ধনা জানান বিশিষ্ট মানুষজনেরা।

এ বিষয়ে সংগঠনের কর্মকর্তা সঞ্জীত তোরই বলেন, “ক্রিকেটে এসোসিয়েশন অফ বেঙ্গল এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেই সঙ্গে ফ্রাঙ্ক ওরেল ডে উপলক্ষে ৪৫ তম রক্তদান শিবিরের আয়োজন। যে শিবিরে উৎসাহী মানুষরা এসেছেন তাদের স্বেচ্ছায় রক্ত দান করতে।আমাদের কম করেও ৬০ জন রক্তদাতা রক্ত দান করবেন শিবিরে।

তাদের উৎসাহিত হাজির হয়েছেন বিশিষ্ট মানুষজনেরা।আজকের দিনে মুমূর্ষ রোগীর রক্ত যোগানে আমরা বদ্ধপরিকর।