
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুরে ১০০ কিমির সাইক্লিং চ্যালেঞ্জ প্রতিযোগিতা ।মোট ১৩ জন প্রতিযোগীর মধ্যে ১৩ জন-ই ঢুকলেন নির্দিষ্ট টাইমে। এই প্রতিযোগিতায় অংশ নিল মেদিনীপুর ছাড়াও খড়গপুর,দুই চব্বিশ পরগনা,ঝাড়গ্রাম কল্যাণী থেকে প্রতিযোগীরা।মাত্র ৪ ঘ. ৯ মিনিটে ১০০ কিমি সম্পূর্ণ করেন CLG গ্রুপের সদস্য গৌতম মাহাত।

মেদিনীপুর কেন্দ্রিক সাইক্লিং গ্রুপ Freewheelers এর উদ্যোগে গত ৯ ই ফেরুয়ারি ২০২৫ রবিবার একটি ১০০ কিমি সাইক্লিং চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সমস্ত ট্রাফিক নিয়ম মেনে ৭ ঘ. ৩০ মি. সময়ে ঐ দূরত্ব সাইকেলে অতিক্রম করাই ছিল প্রতিযোগিতার উদ্দেশ্য।মেদিনীপুর,খড়্গপুর,উত্তর চব্বিশ পরগনা, দক্ষিন চব্বিশ পরগনা,ঝাড়গ্রাম,কল্যানী ও হুগলি থেকে মোট ১৩ জন প্রতিযোগি অংশগ্রহণ করেছিলেন এই ইভেন্টে। মেদিনীপুরে এই ধরণের ইভেন্ট এই প্রথম।প্রতিযোগিতার রুট ছিল মেদিনীপুর শহরের গান্ধিঘাট থেকে শুরু করে রসকুন্ডু মোড় পর্যন্ত গিয়ে আবার একই পথে গান্ধিঘাটে ফিরে আসা।সকাল ৭ টায় ফ্ল্যাগ অফ করে প্রতিযোগিতা শুরু হয়।মাত্র ৪ ঘ. ৯ মিনিটে ১০০ কিমি সম্পূর্ণ করেন CLG গ্রুপের সদস্য গৌতম মাহাত।

যদিও বাকিরাও তারপর এক এক করে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করেন ঐ দুরত্ব। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন চ্যাটার্জী এবং শ্রী সিদ্ধার্থ কুমার সাঁতরা।এই অভিনব উদ্যোগের ভুয়সী প্রশংসা করে আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন তাঁরা।তবে যারা শেষ পর্যন্ত শেষ করেছে এই প্রতিযোগিতা তারা হলেন গৌতম মাহাত(মেদিনীপুর)ফিনিশিং টাইম ৪ ঘন্টা ৯ মিনিট,অনুপ্রাস পাহাড়ি(মেদিনীপুর)৪ ঘন্টা ৩০ মিনিট,সঞ্জয় কর্মকার (ঝাড়গ্রাম) ৪ ঘন্টা ৩৫ মিনিট,আশিস মন্ডল (দঃ ২৪ পরগণা) – ৪ ঘন্টা ৩৫ মিনিট,জ্যোতিব্রত দাস (খড়্গপুর) – ৪ ঘন্টা ৫০ মিনিট,তাপস সাহা (কল্যানী) – ৫ ঘন্টা ২০ মিনিট,সুদীপ বিশ্বাস (মেদিনীপুর) – ৫ ঘন্টা ২০ মিনিট,


গোপাল মাইতি (ঝাড়গ্রাম) – ৫ ঘন্টা ৪৮ মিনিট,পরাগ মুখার্জী (মেদিনীপুর) -৫ ঘন্টা ৪৯ মিনিট,সেক ওয়াজাদুল্লা (মেদিনীপুর) -৫ ঘন্টা ৪৯ মিনিট,রাজু মন্ডল (উঃ ২৪ পরগণা) -৬ ঘন্টা ১২ মিনিট,কৌশিক ব্যানার্জী (হুগলী) – ৬ ঘন্টা ৪৫ মিনিট ও অনিমেষ দাস (উঃ ২৪ পরগণা) – ৭ ঘন্টা ২৭ মিনিট।