
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বছরের শেষ দিনে হাসপাতালের ব্লাড ব্যাংক গুলির রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কোতবাজারে।উদ্যোক্তা কোতবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও কোতবাজার যুব গোষ্ঠী। এদিন পুরুষ মহিলা মিলিয়ে স্বেচ্ছায় রক্তদান করলেন দেড়শো জন রক্তদাতা।

গ্রীষ্মকালীন রক্তের সংকটের পাশাপাশি শীতকালেও রক্তের সংকট রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ গুলিতে।আর সেই সংকট মেটাতে এবার রক্তদান শিবিরের আয়োজন কোতবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও যুব গোষ্ঠীর।এদিন ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের নবাগত বিধায়ক সুজয় হাজরা, বরিষ্ঠ নেতার শম্ভুনাথ চ্যাটার্জি,কর্মধাক্ষ নির্মল ঘোষ, কুনাল ব্যানার্জি সহ বিশিষ্ট অতিথিবর্গরা।এদিন পুরুষ মহিলা মিলিয়ে প্রায় দেড়শ জন রক্তদাতা রক্ত দান করেন এই শিবিরে। 40 তম বর্ষে এই রক্তদান শিবির ঘিরে এলাকায় ছিল রীতিমত উৎসাহ উদ্দীপনা।এদিন এই অনুষ্ঠান তত্ত্বাবধান করেন ক্লাবের সদস্যরা।উপস্থিত ছিলেন উৎপল চ্যাটার্জি,সঞ্জীব মল্লিক,প্রসূন পাত্র,প্রিয়ম সিনহা সহ অন্যান্য ক্লাব কর্তারা।


এদিন ক্লাব কর্তা প্রিয়ম সিনহা বলেন,”মূলত মেডিকেল কলেজগুলোতে রক্তের চাহিদা মেটাতেই আমাদের এই শিবিরের আয়োজন।গত বছর অনেক রক্তদাতা ছিল কিন্তু ব্লাড ব্যাংক গুলির না নিতে পারায় আমরা দিতে পারিনি। এবার আমাদের টার্গেট 150 জন। এখানে পুরুষের পাশাপাশি মহিলারাও লাইন দিয়ে রক্তদান করতে এসেছে।