Lodha Kalyan Picnic : স্পেশাল দিনে মায়েদের শিক্ষায় সচেতনের সঙ্গে লোধা শবর বাচ্চাদের নিয়ে বনভোজনে লো্ধা কল্যাণ সমিতি

Share

মেদিনীপুর 25 সে ডিসেম্বর :

অনগ্রসর সম্প্রদায়ের বাচ্চাকে শিক্ষিত করে তুলতে গেলে তাদের মায়ের ভূমিকা অত্যন্ত প্রয়োজন।তাই দরকার তার পরিবার এবং বিশেষ করে মাকে শিক্ষিত করা।এদিন প্রায় দশটি গ্রামের পরিবার ও তার মা এবং শিশুদের শিক্ষিত করার সঙ্গে বনভোজনের মেতে উঠল মেদিনীপুর লো্ধা কল্যাণ সমিতির সদস্যরা।

আজ ২৫ শে ডিসেম্বর ছিল ক্রিসমাস ডে।এই স্পেশাল দিনে যখন অন্যেরা চড়ুইভাতিতে মেতে উঠেছিল বিভিন্ন পার্ক ও নদী ধারে তখন মেদিনীপুর লোধা-শবর কল্যাণ সমিতি থেকে অনগ্রসর মায়েদের শিক্ষিত করার প্রয়াস চালানো হলো এক প্রস্থ।এইদিন মেদিনীপুর শহরের গোপ গড় এলাকার সূর্যাস্তের হাটের কাছে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মায়েদের হয়ে শিক্ষা নিতে হাজির হন অনগ্রসর সম্প্রদায়ের লোধা শবর মহিলারা। এরই সঙ্গে হাজির হন তাদের কচিকাঁচারাও। এই অনুষ্ঠান উপলক্ষে তাদের শিক্ষা দিতে হাজির হয়েছিল লোধা শবর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলাই নায়েক, উদয় চন্দ্র কোটাল,বিশিষ্ট সমাজসেবী শ্রীরাম মন্ডল। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের ১৫টি বিধানসভার মধ্যে সালবনি,পিড়াকাটা অপরদিকে গোয়ালতোড় সহ এরই সঙ্গে মেদিনীপুর বিধানসভার অন্তর্গত ধেড়ুয়া, চাঁদড়া সহ বিভিন্ন এলাকায় রয়েছে জঙ্গল মহলের অন্তর্ভুক্ত।

যেখানে মানুষের বেশিরভাগ জীবিকাই হল চাষবাস এবং লোকের জমিতে খাটতে যাওয়া। মেদিনীপুর বর্ডার লাগোয়া মানিকপাড়ায় প্রচুর পরিমানে এই অনগ্রসর লোধা শবর পরিবারের বসবাস।তাদের শিক্ষা দীক্ষার যথেষ্ট অভাব রয়েছে।অনেকেই পড়াশোনার অভাবে এবং না লিখতে পারার জন্য বহু রকম সমস্যায় ভোগেন।তাই সেইসব মায়েদের শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন।আর তাই তাদের হাতে-কলমে শিক্ষিত করতে উদ্যোগ নিল এই মেদিনীপুর লো্ধা শবর কল্যাণ সমিতি।এদিন প্রায় ১০ টি গ্রামের লোধা শবর পরিবার কে হাজির করানো হয় এই সূর্যাস্তের হাটের মঞ্চে।সেখানে তাদের হাতে খড়ি সহ শিক্ষায় শিক্ষিত করতে থাকেন এই উপস্থিত অতিথিবৃন্দ।যদিও পরিশেষে লোধা শবর বাচ্চাদের নিয়ে এক বনভোজনের মেতে উঠে,পাত পেড়ে খাওয়া-দাওয়া উৎসব অনুষ্ঠান চলে এক প্রস্থ।

এ বিষয়ে মেদিনীপুর লোধা-শবর কল্যাণ সমিতির চেয়ারম্যান বলাই নায়েক বলেন মূলত অনগ্রসর সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষজনদের শিক্ষিত করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।এরই সঙ্গে এই প্রথম কচিকাঁচাদের নিয়ে বনভোজন।আমরা প্রায় দশটি গ্রামের এই লোধা শবর পরিবারকে নিয়ে এসেছি যাদের বনভোজনের সঙ্গে আমরা শিক্ষায় শিক্ষিত করতে চাই।

অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী শ্রীরাম মন্ডল বলেন বাচ্চাদের পড়াশোনা করাতে গিয়ে তার মাকে শিক্ষিত হওয়া প্রয়োজন না হলে বাচ্চাকে কিছুতেই শিক্ষিত করা যায় না তাই আমরা বাচ্চাদের সঙ্গে তার মাকেও বিভিন্ন দিক দিয়ে শিক্ষিত করতে চায়।এই ধরনের কর্মসূচি আগামী দিনে আমাদের চলবে।


Share

dnews.in